আরব আমিরাতে হতে চলেছে এক আঁটসাঁট বিশ্বকাপ?

Loading...

আরব আমিরাতে হতে চলেছে এক আঁটসাঁট বিশ্বকাপ?

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠতে চলেছে ২০২৪ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের। রাত পোহালেই উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ম্যাচ ঘিরে নেই তেমন কোনো উত্তেজনা, ভেন্যুর আশেপাশের অঞ্চলেও নেই দর্শক ভিড় কিংবা উচ্ছ্বাস।

শারজায় দর্শকদের জন্য টিকিটের দামও রাখা হয়েছে হাতের নাগালে। টিকিট মিলবে দেড় ডলারেরও কম মূল্যে। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় ১৬৫ টাকায় মিলবে মেয়েদের বিশ্বকাপের টিকিট।

কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে

Loading...

সবচেয়ে দামি টিকিটের মূল্য ধরা হয়েছে ৯৫ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১১ হাজার টাকা। ১৮ বছরের কম বয়সীদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।

অথচ ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ১৬০০ ডলারে বিক্রি হয়েছিল টিকিট। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ টাকা।

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ গড়ানোর কথা ছিল বাংলাদেশে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে আসর সরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে হতে চলেছে। যদি বাংলাদেশে হতো এবারের বিশ্বকাপ, ‘চার-ছক্কা-হৈ-হৈ-তে’ মেতে উঠত সিলেটের স্টেডিয়াম।

যা বিশ্বকাপের জন্য দারুণ একটি প্রাপ্তিও হতো। আইসিসির কোনো ইভেন্ট হয়েও প্রথমবারের মতো এতোটা ম্যাড়ম্যাড়ে হতে চলেছে এবারের বিশ্বকাপ।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর

Loading...

তবে ছেলেদের সঙ্গে মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে গত দশ বছরে বেড়েছে প্রতিযোগিতা। যা আগ্রহ বাড়াচ্ছে ভক্ত-সমর্থকদের।

লিগপর্বের ২০টি ম্যাচ গড়াবে শারজায় ও দুবাইতে। ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

১৭ অক্টোবর প্রথম সেমিফাইনাল দুবাইতে ও ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হবে শারজায়। ২০ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

চ্যানেল আই অনলাইন

Loading...

Loading