ভিসার টাকা ফেরত চাওয়ায় কাতার ফেরত প্রবাসীকে ছুরিকাঘাতে খুন
Loading...
ভিসার টাকা ফেরত চাওয়ায় প্রবাসীকে ছুরিকাঘাতে খুন
চট্টগ্রামের বাঁশখালীতে ভিসার টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে মনজুর আলম বাবুল নামে কাতার ফেরত এক প্রবাসী খুন হয়েছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলার ছনুয়া ইউনিয়নের আজিজুর রহমান পাড়ায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় অভিযুক্ত মো. সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
Loading...
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মনজুর আলম বাবুল ছনুয়া ইউনিয়নের আজিজুর রহমান পাড়ার বাসিন্দা। গ্রেপ্তার সোহেলের বাড়িও একই এলাকায়।
নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, কাতারে যাওয়ার জন্য সোহেলকে টাকা দিয়েছিলেন বাবুল। ওই ভিসায় কাতার যান বাবুল। কিন্তু সেখানে গিয়ে তিনি বেশি দিন থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে সোহেলের কাছে টাকা ফেরত চান বাবুল।
এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। শুক্রবার সকালে বাবুল আবারও সোহেলের কাছে টাকা চাইলে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সোহেল একপর্যায়ে বাবুলকে ছুরিকাঘাত করেন।
পরে বাবুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
Loading...
ওসি আরও বলেন, এই ঘটনায় অভিযুক্ত সোহেলকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। সেও জখম হওয়ায় তাকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় মামলা হচ্ছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
Loading...