জিসিসিতে নিষিদ্ধ আমিরাতে বিক্ষোভ করা প্রবাসীরা

Loading...

জিসিসিতে নিষিদ্ধ আমিরাতে বিক্ষোভ করা প্রবাসীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশিদের মধ্যে এ পর্যন্ত ১১৩ জন দেশে ফিরেছেন।

সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফিরলেও তারা জিসিসিভুক্ত (উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল) দেশ– সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে পরবর্তী সময়ে চাকরি বা আবাসনের জন্য স্থায়ীভাবে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে

Loading...

দূতাবাস জানায়, সব মিলিয়ে ১১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। তার মধ্যে ৬৫ জনের ট্রাভেল পারমিট দিয়েছে দূতাবাস। কারা কর্তৃপক্ষের কাছে পরিবার থেকে ৪৮ জনের পাসপোর্ট জমা করা হয়।

কারও কারও টিকিট করে দিয়েছে পরিবার। এ ছাড়া আরও অন্তত ৫৫ প্রবাসী নিখোঁজ থাকার বিষয়টি দূতাবাসকে অবহিত করেছেন স্বজনরা। তবে কারাগারে এখনও কতজন আটক আছেন, তা আমিরাতের কারা কর্তৃপক্ষ জানায়নি।

আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর হাজরা সাব্বির হোসেন সমকালকে জানান, ফৌজদারি অপরাধ ছাড়া নির্বাসিত প্রবাসীরা কেবল আরব আমিরাতে নিষিদ্ধ থাকেন।

এ ইস্যুতে কারাগারে থাকা একজন প্রবাসীর চিঠি সমকালের হাতে পৌঁছেছে। এক ব্যবসায়িক অংশীদারকে ওই বন্দি লিখেছেন, আরও ৫৪ জনের মামলা আদালতে উঠেছে; দ্রুত দেশে ফেরার প্রত্যাশা করছেন।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর

Loading...

কিন্তু এ বিষয়ে সরকারের তৎপরতা না থাকলে আরও দেরির শঙ্কা রয়েছে। এ চিঠির বিষয়ে কোনো তথ্য নেই দূতাবাসের কাছে।

সমকাল

Loading...

Loading