কাতারে ‘জ্যেষ্ঠ নাগরিক’ হিসেবে পরিচিতি পেলেন প্রবীণেরা

Loading...

কাতারে ‘জ্যেষ্ঠ নাগরিক’ হিসেবে পরিচিতি পেলেন প্রবীণেরা

জ্ঞান ও অবদানকে সম্মান জানাতে বয়স্কদের এখন থেকে আনুষ্ঠানিকভাবে জ্যেষ্ঠ নাগরিক হিসেবে পরিচিতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

এতদিন দেশটিতে বয়স্করা প্রবীণ হিসেবে পরিচিতি পেত। আজ শুক্রবার কাতারের বিচারমন্ত্রী ইব্রাহিম বিন আলী আল মোহান্নাদি এ তথ্য জানানো।

Loading...

তিনি বলেন, দেশের বয়স্ক নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও প্রশংসা প্রতিফলিত করার জন্য পরিবর্তনটি বাধ্যতামূলক করা হয়েছে।

সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ওপর ভিত্তি করে বয়স্ক জনসংখ্যার সামাজিক মর্যাদাকে উন্নীত করার লক্ষ্যে এই পরিবর্তন করা হয়েছে।

কাতারের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই সিদ্ধান্তকে উদযাপন করেছেন। অনেকে এটিকে একটি প্রগতিশীল পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, এটি প্রবীণদের মর্যাদা বৃদ্ধি করবে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সভাপতি ড. আলী আল কারাদাগি বলেন, বয়স্কদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে পরিচিতি পাওয়া আমাদের সমাজে প্রবীণ গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে।

Bdgen24

Loading...

Loading