সিলেটে ‘বান্ধবী’র সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুবক, অতঃপর যা ঘটলো
Loading...
সিলেটে ‘বান্ধবী’র সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুবক, অতঃপর যা ঘটলো
ফেসবুকে এক মেয়ের নামের আইডি’র ইনবক্সে প্রতিদিন কথা বলতেন ওমানফেরত যুবক। সম্পর্ক হয় গভীর। একজন বন্ধু, অপরজন বান্ধবী। দেড় মাসের মাথায় দেখা করার সিদ্ধান্ত নেন দুজন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
কথা অনুযায়ী এক সন্ধ্যায় সিলেট মহানগরের ঘাসিটুলা এলাকায় দেখা করতে গিয়েওছিলেন সেই যুবক। কিন্তু সেখানে গিয়ে কোনো বান্ধবী নয়, দেখা পান কয়েকজন যুবকের।
Loading...
তারা ওই যুবককে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই নিয়ে গেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর। তবে বিষয়টি বর্তমানে বিচার-সালিশে রয়েছে। স্থানীয় মুরুব্বিরা বিষয়টি সমাধানের চেষ্টায় আছেন।
জানা গেছে, সিলেটের সালুটিকর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মুক্তার হোসেন (২৪) বেশ কয়েক বছর ওমানে ছিলেন। কিছুদিন আগে তিনি দেশ ফিরে অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন। এই ফাঁকে সিলেট মহানগরের একটি আবাসিক হোটেল কর্মচারী হিসেবে আছেন।
প্রায় দেড় মাস যাবত এক মেয়ের নামের একটি ফেসবুক আইডিতে ম্যাসেজ আদান-প্রদান করছেন। একপর্যায়ে কথিত ওই ‘বান্ধবী’র সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
সম্প্রতি একে অপরের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন তারা। কথা অনুযায়ী মুক্তার শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর সিলেট মহানগরের ঘাসিটুলা এলাকায় যান। কিন্তু কথা নির্দিষ্ট গলিতে গিয়ে তিনি তার ‘বান্ধবী’-কে পাননি।
Loading...
সেই গলিতে দাঁড়িয়ে যখন তিনি ফেসবুক ম্যাসেঞ্জারে ‘বান্ধবী’র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন- ঠিক এসময় ৫-৬ জন যুবক এসে তাকে ঝাপটে ধরে মারধর শুরু করেন।
এসময় হামলাকারীরা মুক্তারকে একটি অন্ধকারমতো জায়গায় নিয়ে গিয়ে গলায় চাকু ধরে তার সঙ্গে থাকা ৯ হাজার টাকা, ওমানের ১০০ টাকার ৮টি নোট ও বিকাশে থাকা ৩১ হাজার টাকা ছিনিয়ে নেয়।
Loading...
মুক্তার এসময় বিকাশ পিন দিতে অসম্মতি জানালে তাকে বেধড়ক মারধর করে নাম্বার নিয়ে নেওয়া হয়। পরে একটি সাদা স্ট্যাম্পে মুক্তারের স্বাক্ষর নিয়ে রাত ৯টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে লামাবাজার পয়েন্টে নিয়ে এসে ভয়-ভীতি দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।
ঘটনার পর মুক্তার তার কয়েকজন স্বজনের মাধ্যমে ঘাসিটুলার স্থানীয় সালিশি ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে ঘটনা খুলে বলেন।
Loading...
সালিশি ব্যক্তিরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে অভিযোগের সত্যতা পান এবং অভিযুক্তদের ডেকে টাকা ও মোবাইল ফেরত দিতে বলেন। পরে শনিবার রাতেই অভিযুক্তরা ১০ হাজার টাকা ও ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির কাছে ফিরিয়ে দেন। বাকি টাকা আজ (রবিবার) রাতে দেওয়ার কথা রয়েছে।
ভুক্তভোগী মুক্তার হোসেন সিলেটভিউ-কে বলেন- ঘাসিটুলা যাওয়ার পরই আমি বুঝতে পারি, আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। কোনো মেয়ে নয়, ওই ছেলেরাই মেয়ের নামে ভুয়া আইডি খুলে আমাকে ফাঁদে ফেলেছে।
Loading...
তবে স্থানীয় মুরুব্বিরা তড়িৎ গতিতে পদক্ষেপ নিয়েছেন এবং কিছু টাকা ও মোবাইল ফোন ফিরিয়ে এনেছেন। এগুলো এখনো আমার হাতে আসেনি। তবে আমি আশাবাদি- তারা একটি সুন্দর সমধান দিবেন।
ঘাসিটুলা (লামাপাড়া) পঞ্চায়েত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল মিয়া রবিবার সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন- বিষয়টি আমরা জানার পরপরই পদক্ষেপ নেই এবং ঘটনাস্থলের আশপাশের বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত কয়েকজনকে চিহ্নিত করি।
Loading...
তবে অভিযুক্তদের বেশিরভাগই আমাদের পাড়ার নয়, বাইরের এলাকার। তবু তাদের ডেকে নিয়ে আসি এবং কাল (শনিবার) রাতেই মোবাইল ফোন ও ১০ হাজার টাকা ফিরিয়ে দেয় তারা।
আজ (রবিবার) রাতে বাকি টাকা ফেরত দেওয়ার কথা রয়েছে। সব ফেরত পেলে আমরা সামাজিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
Loading...