চলতি বছর স্বর্ণের দাম সমন্বয় হয়েছে ৫০ বার

Loading...

চলতি বছর স্বর্ণের দাম সমন্বয় হয়েছে ৫০ বার

চলতি বছরের শুরু থেকেই অস্থির দেশের স্বর্ণের বাজার। কখনও টানা বাড়ছে আবার কখনও টানা কমছে। উত্থান-পতনের এই প্রবণতায় চলতি বছর স্বর্ণের দাম সমন্বয় হয়েছে ৫০ বার। যা দেশের ইতিহাসে যেকোনো বছরে সর্বোচ্চ।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

সর্বশেষ মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশের বাজারে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মাধ্যমে চলতি বছর এখন পর্যন্ত দাম সমন্বয়ে অর্ধশতক পূর্ণ করেছে স্বর্ণ। ৫০ বার দাম সমন্বয়ের মধ্যে ২৯ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার।

Loading...

বাজুস বলছে, বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান-পতনের কারণেই দেশের বাজারে ঘন ঘন দাম পরিবর্তন করতে হয়েছে। গত বছর ২৯ বার দাম সমন্বয় করলেও, এবছর সেটি পৌঁছেছে ৫০ বারে। অস্থিরতা চলতে থাকলে আগামী দেড় মাসে আরও কয়েকবার দাম সমন্বয় হতে পারে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ও বাজুস সহ-সভাপতি মাসুদুর রহমান সময় সংবাদকে বলেন, বিশ্ববাজারে প্রতি ঘণ্টায় ঘণ্টায় ওঠানামা করে স্বর্ণের দাম। এর পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও দাম সমন্বয়ের প্রয়োজন পড়ে।

আর চলতি বছর ভূ-রাজনৈতিক উত্তেজনা, মার্কিন নির্বাচন, ডলারের ও বিটকয়েনের দাম, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গুজব ও ফেডের সুদহারসহ নানা কিছুর প্রভাবে স্বর্ণের বাজার অস্থির ছিল। যার ফলে দেশের বাজারে ৫০ বার দাম সমন্বয়ের প্রয়োজন হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

ঘন ঘন দাম পরিবর্তনের কারণে দেশের বাজারে স্বর্ণের ৬০ শতাংশ বেচাকেনা কমে গেছে জানিয়ে তিনি বলেন, দামের অস্থির অবস্থার কারণে ব্যবসায়ী ও ক্রেতারা শঙ্কায় ছিলেন বছরজুড়ে।

Loading...

যার কারণে কমে গেছে বেচাকেনাও। বছর এখনও শেষ হয়নি। বাজার অস্থির থাকলে আরও বেশ কয়েকবার দাম সমন্বয় করার প্রয়োজন হতে পারে।

এ পরিস্থিতিতে ঘন ঘন দাম সমন্বয় না করে মাসব্যাপী দাম সমন্বয় করা যায় কিনা, এমন প্রশ্নে মাসুদুর রহমান বলেন, বিশ্ববাজারে দাম স্থিতিশীল না হলে কখনোই দেশের বাজারে স্বর্ণের দাম মাসব্যাপী এক রাখা সম্ভব না।

Loading...

তেল বা গ্যাস একটি নির্দিষ্ট দামে আমদানিকারকরা আমদানি করেন। যা দেশের বাজারে মাসব্যাপী বা নির্দিষ্ট সময় পর্যন্ত বিক্রি হয়। তবে স্বর্ণের বাজার সম্পূর্ণ আলাদা। এখানে বিদেশি বিনিয়োগকারীরা কম-বেশি বিনিয়োগ করলেই দামে প্রভাব পড়ে।

এদিকে, এবার ভরিতে ২ হাজার ৯৪০ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করেছে বাজুস।

Loading...

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা কার্যকর হবে ২০ নভেম্বর থেকে।

সাম্প্রতিক দেশকাল

Loading...

Loading