চট্টগ্রামে প্রথমবার বিমানের উড়োজাহাজ জব্দ: যা বলছে বিমান
Loading...

চট্টগ্রামে প্রথমবার বিমানের উড়োজাহাজ জব্দ: যা বলছে বিমান
সোনা চোরাচালানের অভিযোগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ হয়েছে মর্মে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
এসব সংবাদ প্রসঙ্গে নিজেদের বক্তব্য দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বক্তব্য প্রকাশ করা হয়।
Loading...
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক জব্দ করা হয়েছে মর্মে একটি বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বিমান কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
উল্লেখ্য, ফ্লাইট বিজি-১৪৮ গতকাল সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছায়। এতে আরও বলা হয়, ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের পর স্বর্ণ চোরাচালানে জড়িত সন্দেহে একজন নারী যাত্রীকে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই টিম আটক করে এবং কালো টেপ মোড়ানো অবস্থায় কিছু স্বর্ণবার উদ্ধার করে।

উক্ত যাত্রীকে আটকের পর চট্টগ্রামগামী অন্যান্য যাত্রীদেরকে নামার অনুমতি দেওয়া হয়। চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী নামানোর পরে ঢাকাগামী অন্যান্য যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে এবং পরবর্তীতে উড়োজাহাজটি যথারীতি যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
কাস্টমস কর্তৃপক্ষ উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো পত্র বা ডকুমেন্ট প্রদান করেনি বা এ ধরনের কোনো তথ্য জানায়নি।
Loading...
সুতরাং বিভিন্ন গণমাধ্যম তথ্য যাচাই-বাছাই ছাড়াই এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচার করে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস তথা বাংলাদেশের সুনামহানি করেছে।

Loading...
