বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা

Loading...

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক আত্মবিশ্বাস ও সম্মানবোধের ওপর গড়ে উঠেছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা এবং কানেক্টিভিটি: ইতিহাস ও সমসাময়িক বিষয়’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

Loading...

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে একটি নিরবচ্ছিন্ন সংযোগ প্রয়োজন এবং সবচেয়ে কার্যকর রুটটি মিয়ানমারের মধ্য দিয়ে যায়। আমরা অধিকার ও নিরাপত্তার সঙ্গে রাখাইন রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনসহ একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মিয়ানমারের প্রত্যাবর্তনের আশা করছি।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান বলে এ সময় মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্প, বাণিজ্য, শিক্ষা ও প্রযুক্তিতে চীনের গুরুত্বপুর্ণ অবদানের কথা সেমিনারে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

সেমিনারে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের সব সংকটে চীন পাশে ছিল। কোভিড মহামারীর মত দুঃসময়েও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যাননি।

Loading...

কোভিড কিংবা জুলাই আন্দোলনেও সব প্রকল্প সময়মতো শেষ হয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত।

দৈনিক ইনকিলাব

Loading...

Loading