পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

Loading...

পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে পুলিশ পরিচয় দিয়ে দুই প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রবাসী ও তার পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪ নম্বর ব্রিজের কাদিরারটেক ও লেংটার মাজার এলাকায় পৃথক ডাকাতির ঘটনা ঘটে।

Loading...

রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার ইজ্জত আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী ভুক্তভোগী আমজাদ হোসেন জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

পড়ে স্ত্রী ফাহিম আখতার ও বাবা ইজ্জত আলীকে নিয়ে একটি মাইক্রোবাসে নিজ বাড়ি পুবের গায়ের উদ্দেশ্যে রওনা হন।

ভোর সোয়া ৫ টার দিকে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪ নম্বর ব্রিজের কাদিরারটেক এলাকায় আসলে সাদা রঙের একটি মাইক্রোবাসযোগে একদল ডাকাত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়িটিকে গতিরোধ করে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

পরে আমজাদ হোসেনের মাথায় পিস্তল ঠেকিয়ে এবং গাড়িতে থাকা অন্যান্য সদস্যদের অস্ত্র মুখে জিম্মি করে ফেলে। এ সময় গাড়িচালক রিফাতকে বেধড়ক মারপিট করা হয়। পরে সঙ্গে থাকা মোবাইল সেট, স্বর্ণের হার, চেইন, কানের দুল ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

Loading...

অপরদিকে, মৌলভীবাজার জেলার সদর উপজেলার পাদুনাথপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে দুবাই প্রবাসী ভুক্তভোগী আব্দুল কাদির জানান, তিনিও ভোরে দুবাই থেকে হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

পরে ছোট ভাই ফয়েজ মিয়া ও ছোট ভাইয়ের বন্ধু রুহুল আমিনকে নিয়ে একটি মাইক্রোবাসযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।

Loading...

একই কায়দায় উপশহরের ৩০০ ফুট সড়কের লেংটার মাজার এলাকায় এসে পৌঁছালে সিলভার কালার একটি মাইক্রোবারযোগে এসে পুলিশ পরিচয় দিয়ে একদল ডাকাত তাদের মাইক্রোবাসটি গতিরোধ করে।

পরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল সেট, মালামাল ভর্তি লাগেজসহ প্রায় ৪ লাখ ৭৮ হাজার টাকা লুটে নেয়। পরে তাদের ফেলে রেখে ডাকাত দল কাঞ্চন ব্রিজ এলাকার দিকে পালিয়ে যায়।

Loading...

স্থানীয়দের অভিযোগ, পূর্বাচল পুলিশ ফাঁড়ির থাকলেও ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম তেমন কোনো দায়িত্ব পালন করেন না। এজন্য এ এলাকায় চুরি-ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ নানা অপরাধমূলক ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

কালের কণ্ঠ

Loading...

Loading