বিমান চলাচল সুরক্ষায় বেবিচকের সতর্কতামূলক প্রস্তুতি
Loading...
বিমান চলাচল সুরক্ষায় বেবিচকের সতর্কতামূলক প্রস্তুতি
দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
এ বিষয়ে বেবিচক কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বিমান দুর্ঘটনা পর্যালোচনা করে বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতে বেবিচক ও সকল অংশীজনকে নিয়ে করণীয় বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Loading...
কর্মকর্তারা বলেন, এসব দুর্ঘনা কীভাবে হয়েছে সে বিষয়ে শিক্ষা নিতে এবং বিমান চলাচল সুরক্ষা নিশ্চিত করতে বুধবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধি এবং বিমান, সেনা, র্যাব, পুলিশসহ এভিয়েশন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
সভায় সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া। এ বিষয়ে বেবিচেকর চেয়ারম্যান জানান, গত দুই মাসে বিদেশে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
এতে প্রায় শতাধিক যাত্রী নিহত ও আহত হয়েছেন। এসব দুর্ঘটনার কারণ, শিক্ষামূলক অভিজ্ঞতাসহ বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Loading...
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনায় ১৭৯ জন বিমান যাত্রী নিহত হয়েছেন। গত বছর ২৯ ডিসেম্বর ১৮১ জন যাত্রী নিয়ে দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা জেজু এয়ারলাইন্সের বিমান ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে চাকা ছাড়াই জরুরি অবতরণ করতে বাধ্য হয় ফ্লাইটটি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের দেয়ালে ধাক্কা লেগে আগুন ধরে যায় বিমানটিতে। এ সময় ভাগ্যক্রমে বেঁচে যান মাত্র দুজন ক্রু।
Loading...