ভোরে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ প্রবাসী শাকের, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি
Loading...
ভোরে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ প্রবাসী শাকের, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি
কক্সবাজারের টেকনাফে ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন মালয়েশিয়াপ্রবাসী মো. শাকের আহমদ (৬০)। এরপর সারাদিনও তার কোনো খোঁজ পাননি স্বজনেরা। এদিকে, রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে পরিবারকে জানানো হয় তাকে অপহরণ করা হয়েছে, জীবিত ফিরে পেতে চাইলে দিতে হবে ৫০ লাখ টাকা।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার হোয়াইক্যংয়ের ঘোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ শাকের ওই এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
Loading...
জানা যায়, তিন বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন অপহৃত শাকের আহমদ। তার এক ছেলে এখনো মালয়েশিয়ায় কর্মরত। নিখোঁজের স্বজনরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।
এদিকে, রাত সাড়ে আটটার দিকে তার স্ত্রীর কাছে একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে ফোন করে ৫০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা টাকা না পেলে তাকে মেরে ফেলার হুমকিও দেন ওই ব্যক্তি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
নিখোঁজ শাকের আহমদের ছেলে আবদুল্লাহ জানান, বাবাকে অপহরণের বিষয়ে টেকনাফ থানা পুলিশকে জানানো হয়েছে। তাকে উদ্ধারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চাই।
Loading...
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
Loading...