ওয়াশিংটনে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে উড়োজাহাজ দুই টুকরা হয়ে নদীতে পড়ল
Loading...

ওয়াশিংটনে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে উড়োজাহাজ দুই টুকরা হয়ে নদীতে পড়ল
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে উড়োজাহাজ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিধ্বস্ত উড়োজাহাজটি নদীতে পড়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য নিশ্চিত করেছে।
Loading...
টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, এ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিধ্বস্ত উড়োজাহাজটি পটোম্যাক নদীতে পড়েছে। ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির কাছাকাছি নদীতেই পড়েছে হেলিকপ্টারটি।
Loading...
পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন উড়োজাহাজ সংস্থার ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন ৪ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনাসদস্য ছিলেন।
এফএএ বলেছে, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক রুটে চলাচলকারী পিএসএ এয়ারলাইনসের উড়োজাহাজটি রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে যাচ্ছিল। বিমানবন্দরের কাছে মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজটির সংঘর্ষ হয়।
Loading...
মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাঁদের একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। এফএএর তথ্য অনুসারে, পিএসএর উড়োজাহাজটি (ফ্লাইট ৫৩৪২) কানসাস থেকে উড্ডয়ন করেছিল।
আমেরিকান এয়ারলাইনের ওয়েবসাইটের তথ্য অনুসারে, উড়োজাহাজটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে। পিএসএ এয়ারলাইনস আমেরিকান এয়ারলাইনসের একটি প্রতিষ্ঠান।বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল রাতে বলেছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা তৎপরতা চালাচ্ছেন।
Loading...
বিমানবন্দরে সব উড়োজাহাজের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ‘ভয়াবহ দুর্ঘটনা’ সম্পর্কে জানানো হয়েছে।
দুর্ঘটনার পর জরুরি সাড়াদান কর্মীদের ‘অবিশ্বাস্য’ কর্মতৎপরতার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি–সম্পর্কিত আরও তথ্য পেলে পরে তা বিস্তারিতভাবে জানাবেন তিনি।
আপনি যদি কাতার প্রবাসী হয়ে থাকেন, তবে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর
কাতারে উরিদুর পক্ষ থেকে পবিত্র রমজানে ফ্রি উমরাহ আদায়ের সুযোগ
কাতারে আইডি ছাড়া ইমিগ্রেশনে ইগেট ব্যবহার করা যাবে যে অ্যাপ দিয়ে
কাতার থেকে দেশে টাকা পাঠিয়ে জিতে নিন ২,৫০০ রিয়াল পুরস্কার
মাত্র ১০% অগ্রীম পেমেন্ট করে কাতার এয়ারওয়েজের ঈদ অফার নিয়ে নিন

Loading...
