সৌদি আরবে প্রবাসীর আত্মহত্যা : মতলবে পরিবারে শোকের মাতম
Loading...

সৌদি আরবে প্রবাসীর আত্মহত্যা : মতলবে পরিবারে শোকের মাতম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শাওন (২২) নামে এক প্রবাসী সৌদি আরবের জেদ্দায় ফলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
২৯ জানুয়ারী রাতে কোন এক সময়ে রুমের বেডের টপসিটে আত্মহত্যা করেন তিনি। পরে তাকে মোবাইল ফোনে না পেয়ে তার স্ত্রী জান্নাত আরেক প্রবাসী রবিউলের মাধ্যমে জানতে পারেন শাওন আত্মহত্যা করেছে।
Loading...
প্রবাসী শাওন মতলব উত্তর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রঞ্জন আলীর ছেলে। তিনি গত আট মাস আগে প্রবাসে পাড়ি জমান।
জানা গেছে, আত্মহত্যা করার আগের দিন তার স্ত্রী জান্নাত আক্তারের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। হয়তো এই অভিমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেন।

বিয়ের পর থেকে জান্নাত মতলব দক্ষিণে ভাড়া বাসায় থাকেন। জান্নাত আক্তার নিজেই তার শ্বশুর শ্বাশুড়িকে শাওনের মৃত্যুর সংবাদটি জানায়। এ খবর ছড়িয়ে পড়লে শাওনের বাড়িতে শোকের মাতম শুরু হয়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
এদিকে পারিবারিক সুত্র জানায়, শাওন খুবই ভালো লোক ছিল। গত আট মাস আগে প্রেম করে বিয়ে করেন। তার কিছুদিনের মধ্যেই অর্থাৎ আট মাস সৌদি আরবে যায়।
Loading...
শাওনের স্ত্রী জান্নাত আক্তারের দাবি শাওন আত্মহত্যা করতে পারে না। তাকে হয়তো কেউ অন্যভাবে মেরে আমাদেরকে আত্মহত্যার কাছে খবর দিয়েছে।
শাওনের পিতা জানান, তার মৃত্যুদেহ ওই দেশে পোস্টমর্টেম চলছে। পোস্টমর্টেম শেষে দেশে আনার প্রক্রিয়া করা হবে।
আপনি যদি কাতার প্রবাসী হয়ে থাকেন, তবে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর
কাতারে উরিদুর পক্ষ থেকে পবিত্র রমজানে ফ্রি উমরাহ আদায়ের সুযোগ
কাতারে আইডি ছাড়া ইমিগ্রেশনে ইগেট ব্যবহার করা যাবে যে অ্যাপ দিয়ে
কাতার থেকে দেশে টাকা পাঠিয়ে জিতে নিন ২,৫০০ রিয়াল পুরস্কার
মাত্র ১০% অগ্রীম পেমেন্ট করে কাতার এয়ারওয়েজের ঈদ অফার নিয়ে নিন

Loading...
