এটিএম বুথের সামনে প্রবাসীকে কুপিয়ে টাকা ও অলঙ্কার ছিনতাই
Loading...

এটিএম বুথের সামনে প্রবাসীকে কুপিয়ে টাকা ও অলঙ্কার ছিনতাই
কুমিল্লায় এটিএম বুথের সামনে এক যুক্তরাষ্ট্র প্রবাসীকে কুপিয়ে টাকা ও অলঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ওই প্রবাসীর নাম নূর মুনতাকিম। তিনি নগরীর বাদুড়তলা এলাকার মোহাম্মদ মোসলেমের ছেলে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর পুলিশ লাইনস এলাকার নিশা টাওয়ারের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আরও আপডেট পেতে এখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যপে জয়েন করুন
Loading...
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুনতাকিমের ভাই নূর মোহাম্মদ আব্দুল মুকিত বলেন, “আমার ভাই আমেরিকা প্রবাসী। গত ২৯ জানুয়ারি দেশে আসেন। রবিবার সন্ধ্যায় বন্ধু মাসুদের সঙ্গে বের হন। দুই বন্ধু মোটরসাইকেলে করে নিশা টাওয়ারের সামনের ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা উঠাতে যান।
টাকা উঠিয়ে বের হলে হঠাৎ ১০-১২ জন ছেলে আমার ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা লাঠিসোটা, রড ও ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইয়ের ওপর হামলা করে। এ সময় তারা আমার ভাইয়ের হাত-পা, ঘাড়, পিঠ ও মাথায় আঘাত করে।”
তিনি আরো বলেন, “ধারালো অস্ত্রের আঘাতে আমার ভাই হাত-পা, ঘাড় ও পিঠে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তারা তার সঙ্গে থাকা বন্ধু মাসুদকেও মারধর করে। আমরা তাকে হাসপাতালে নিতে চাইলে ওই ছেলেগুলো আবার চলে আসে। তারা আমার ভাইকে হাসপাতালে নিতে দেয়নি।
যারা কাতারে চাকরি খুঁজছেন তাদের জন্য কিছু চাকরির খবর
Loading...
তারা বলে, হাসপাতালে নিলে মামলা হবে। তাই চিকিৎসা দেওয়া ছাড়াই ভাইকে নিয়ে আমরা বাড়িতে চলে আসি। পরে স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। মুকিত বলেন, “আমার ভাইয়ের কাছে বুথ থেকে ওঠানো টাকাসহ মোট ৪০ হাজার টাকা ছিল। এছাড়া হাতের ডায়মন্ড রিং, গলার স্বর্ণের চেইন ও আইফোনটিও তারা নিয়ে যায়। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
কুমিল্লার কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
আরও খবর
Loading...
