শাহ আমানত বিমানবন্দরে অসুস্থ প্রবাসীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু

Loading...

শাহ আমানত বিমানবন্দরে অসুস্থ প্রবাসীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু

এখন থেকে অসুস্থ প্রবাসী যাত্রীরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অ্যাম্বুলেন্স সেবা পাবেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিভিল এভিয়েশন কর্তপৃক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই সেবার উদ্বোধন হয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন।

Loading...

এ সময় ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল ইসলাম হাসান ও বিমানবন্দরের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে অনেক আন্তর্জাতিক ফ্লাইট আসে।

Loading...

তাই অনেক সময় জরুরিভাবে অ্যাম্বুলেন্স সেবার প্রয়োজন হয়। বিমানবন্দরে প্রবাসীদের জন্য যেহেতু ব্র্যাক কাজ করছিলো আমরা তাদেরকে অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছিলাম। তারা সাড়া দিয়েছে। এখন থেকে জরুরি প্রয়োজনে আমরা অসুস্থ প্রবাসীদের অ্যাম্বুলেন্স সেবা দিতে পারবো।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোট ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল ইসলাম হাসান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম টাস্কফোর্সের কমান্ডার,

Loading...

উইং কমান্ডার রেজাউল হক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জিএসও-টু স্কোয়াড্রন লিডার তারিক আজিজ মৃধা, সিভিল এভিয়েশনের সহকারী পরিচালক(ফায়ার) আবু মোহাম্মদ ওমর শরীফ,

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল, চট্টগ্রামের মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশরিফা তানজীম বক্তব্য রাখেন।

Loading...

এছাড়া সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিমানবন্দরে কার্যক্রম বাস্তবায়নরত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ডেস্ক,

ইমিগ্রেশন পুলিশসহ সরকারি সংস্থাসমূহের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুন

সিভয়েস

Loading...

Loading