৫ মিলিয়ন ডলারে কেনা যাবে মার্কিন নাগরিকত্ব, ট্রাম্পের ঘোষণা

Loading...

৫ মিলিয়ন ডলারে কেনা যাবে মার্কিন নাগরিকত্ব, ট্রাম্পের ঘোষণা

ট্রাম্প বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আপনারা গ্রিন কার্ড সম্পর্কে জানেন, এটি হবে গোল্ড কার্ড। এই কার্ডের দাম হবে প্রায় ৫ মিলিয়ন ডলার যা গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং নাগরিকত্বের পথ সুগম করবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র ধনী বিদেশীদের জন্য একটি ‘গোল্ড কার্ড’ বিক্রি করবে, যা তাদের দেশটিতে বসবাস ও কাজ করার সুযোগ দেবে এবং নাগরিকত্ব পাওয়ার পথ খুলে দেবে। এই কার্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ মিলিয়ন ডলার। খবর সিএনএন।

Loading...

হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আপনারা গ্রিন কার্ড সম্পর্কে জানেন, এটি হবে গোল্ড কার্ড। এই কার্ডের দাম হবে প্রায় ৫ মিলিয়ন ডলার যা গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং নাগরিকত্বের পথ সুগম করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবেন।

ট্রাম্প জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যেই এই কার্ড বিক্রি শুরু হবে এবং লাখ লাখ কার্ড বিক্রির সম্ভাবনা রয়েছে।

রুশ ওলিগার্কদেরও এই কার্ড বিক্রি করা হবে কিনা— এ প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, হ্যাঁ, সম্ভবত। আমি কয়েকজন রাশিয়ান ওলিগার্ককে চিনি, যারা খুব ভালো মানুষ।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ট্রাম্পের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানান, বর্তমানে প্রচলিত ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের জায়গা নেবে এই নতুন গোল্ড কার্ড।

১৯৯২ সালে মার্কিন কংগ্রেস চালু করেছিল ইবি-৫ ভিসা প্রোগ্রাম। এর আওতায়, যেসব বিদেশী যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৫০ হাজার ডলার (নির্দিষ্ট অর্থনৈতিকভাবে দুর্বল অঞ্চলে ৮ লাখ ডলার) বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করেন, তারা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে।

২০১৯ সালে ট্রাম্প প্রশাসন এই বিনিয়োগের ন্যূনতম পরিমাণ বাড়িয়ে ৯ লাখ ডলার এবং অন্যান্য অঞ্চলের জন্য ১ দশমিক ৮ মিলিয়ন ডলার করার উদ্যোগ নেয়। তবে ২০২১ সালে একটি ফেডারেল আদালত এটি বাতিল করে।

Loading...

২০২২ সালে বাইডেন প্রশাসন আবার এই কর্মসূচি নবায়ন করে, যেখানে বিনিয়োগের ন্যূনতম পরিমাণ বর্তমান স্তরে উন্নীত করা হয়। তবে ট্রাম্পের নতুন পরিকল্পনা অনুযায়ী, ৫ মিলিয়ন ডলারে গোল্ড কার্ড বিক্রির মাধ্যমে ধনী বিদেশীদের নাগরিকত্বের সুযোগ দেয়া হবে।

আরও পড়ুন

বণিক বার্তা

Loading...

Loading