ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা: নতুন বিতর্কের ঝুঁকি

Loading...

ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা: নতুন বিতর্কের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গোল্ড কার্ড’ ভিসা নামে একটি নতুন প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছেন। এই ভিসা প্রকল্পের মাধ্যমে, পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ ডলার খরচ করে সম্পদশালী বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং নাগরিকত্ব লাভের সুযোগ পাবেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

ট্রাম্প দাবি করেছেন, এটি ধনী ব্যক্তিদের জন্য এক নতুন পথ তৈরি করবে, যাদের বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

Loading...

ট্রাম্প বলেছেন, এই ‘গোল্ড কার্ড’ ভিসার আওতায়, ধনী ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অবদান রাখবেন, যেমন বড় পরিমাণে টাকা খরচ করা, কর প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি। তিনি আরও দাবি করেছেন যে, সরকারের বাজেট ঘাটতি কমানোর জন্য এক কোটি ‘গোল্ড কার্ড’ বিক্রি করা হতে পারে।

এটি মূলত বর্তমানে প্রচলিত ‘ইবি-ফাইভ’ বিনিয়োগ ভিসার পরিবর্তে চালু হবে। তবে, এই নতুন ভিসার জন্য কোনো নির্দিষ্ট কর্মসংস্থান শর্ত উল্লেখ করা হয়নি, এবং এই ভিসা ব্যবস্থায় আবেদনকারীদের পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করা হবে বলে জানান মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।

ইবি-ফাইভ ভিসা একটি ৩৫ বছরের পুরনো স্কিম ছিল, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা কমপক্ষে ১০ লাখ ডলার বিনিয়োগ করে নাগরিকত্বের যোগ্যতা অর্জন করতেন। ট্রাম্পের নতুন প্রস্তাবিত ‘গোল্ড কার্ড’ এই প্রোগ্রামের পরিবর্তে আসবে এবং এটি শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ট্রাম্পের দাবি, ইবি-ফাইভ স্কিমটি ছিল মিথ্যা প্রতিশ্রুতি এবং প্রতারণার স্থান, কারণ অনেক ক্ষেত্রেই এটি বিনিয়োগকারীদের জন্য সঠিকভাবে কার্যকর ছিল না।

বিশ্বের নানা দেশে ‘গোল্ডেন ভিসা’ এবং ‘গোল্ডেন পাসপোর্ট’ খুবই জনপ্রিয়, যেখানে সম্পদশালী ব্যক্তিরা বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করেন। তবে, এসব প্রোগ্রামগুলো বেশ কিছু সমালোচনার মুখে পড়েছে, কারণ কিছু ক্ষেত্রে এসব ভিসা এবং পাসপোর্ট দুর্নীতিবাজদের জন্যও একটি সুযোগ হয়ে দাঁড়াতে পারে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD) ২০২৩ সালে এক প্রতিবেদনে বলেছে, এসব ভিসা প্রোগ্রামগুলো শুধুমাত্র বৈদেশিক বিনিয়োগের জন্য নয়, বরং অপরাধী এবং দুর্নীতিবাজদের জন্যও আকর্ষণীয় হয়ে উঠছে। ইউরোপীয় ইউনিয়নও অনেক দেশের ‘গোল্ডেন ভিসা’ প্রোগ্রাম বাতিল করতে শুরু করেছে, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস এবং গ্রিস।

Loading...

ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা অনেকের কাছে একটি সুযোগ হিসেবে দেখা যাচ্ছে, যেখানে ধনী ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা ও অর্থনৈতিক অবদান বাড়াতে পারবেন। তবে, এর সঙ্গে নানা ধরনের বিতর্কও রয়েছে, বিশেষ করে এর প্রভাব ও তারুণ্যের প্রতি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির খোলামেলা আচরণ নিয়ে। এটি ভবিষ্যতে আরও বিতর্কের জন্ম দিতে পারে, যখন এর বাস্তবায়ন শুরু হবে।

আরও পড়ুন

sharenews24.com

Loading...

Loading