আরব আমিরাতে দুই ইন্ডিয়ানের ফাঁসি কার্যকর
Loading...

সংযুক্ত আরব আমিরশাহীতে পৃথক হত্যা মামলায় দুই ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
সংযুক্ত আরব আমিরশাহীতে পৃথক হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর দুই ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রক (MEA) জানিয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কেরালা রাজ্যের বাসিন্দা মহম্মদ রিনাশ আরাঙ্গিলোট্টু ও মুরালিধরন পেরুমথাট্টা ভালাপ্পিল।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
জানা গেছে, মহম্মদ রিনাশ একজন আমিরাতি নাগরিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন, এবং মুরালিধরন একজন ভারতীয় নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পান। সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ আদালত, কোর্ট অফ কাসেশন, তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখার পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
MEA জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ভারতীয় দূতাবাসকে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে অবহিত করেছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন জানানো হয়েছিল এবং প্রয়োজনীয় কনস্যুলার ও আইনি সহায়তাও প্রদান করা হয়েছিল।
Loading...
সংশ্লিষ্ট দুই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং তাঁদের শেষকৃত্যে অংশগ্রহণের প্রক্রিয়া দূতাবাস থেকে সমন্বয় করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারি মাসে উত্তর প্রদেশের ৩৩ বছর বয়সী শাহজাদি নামক এক নারীকে সংযুক্ত আরব আমিরশাহীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাঁকে ২০২২ সালের ডিসেম্বর মাসে চার মাস বয়সী একটি শিশুকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন
Loading...
