শটগানসহ বিমানে উঠতে গিয়ে যাত্রীদের হাতে আটক কিশোর

Loading...

শটগানসহ বিমানে উঠতে গিয়ে যাত্রীদের হাতে আটক কিশোর

অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার বিমানে ওঠার চেষ্টা করার সময় ১৭ বছর বয়সী এক ছেলেকে যাত্রীরা ধরে ফেলে। কিশোরটি একটি শটগান ও গুলি বহন করছিল এবং সে নিরাপত্তা বেড়া পেরিয়ে বিমানবন্দরে প্রবেশ করেছিল।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ সুপারিনটেনডেন্ট মাইকেল রেইড সাংবাদিকদের জানান, কিশোরটি অ্যাভালন বিমানবন্দরে নিরাপত্তা বেড়ার একটি ফাঁক দিয়ে ঢুকে পড়ে এবং ১৬০ জন যাত্রীবোঝাই এক বিমানের দিকে এগিয়ে যায়। তিনি বলেন, ‘সে বিমানের সামনে রাখা সিঁড়ি বেয়ে ওপরে ওঠে।

Loading...

তখন যাত্রীরা বুঝতে পারে, তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনজন যাত্রী মিলে তাকে ধরে ফেলে।’
এই ঘটনায় কেউ আহত হয়নি এবং পুলিশ কিশোরটিকে হেফাজতে নেয়। রেইড জানান, কিশোরটির কাছে একটি শটগান ছিল ও আগ্নেয়াস্ত্রের সঙ্গে গুলিও পাওয়া গেছে।

সে একাই এই কাজ করছিল বলে মনে হচ্ছে এবং সে পুলিশের কাছেও পূর্বপরিচিত নয়।
বিমানটি অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজের স্বল্পমূল্যের পরিষেবা জেটস্টারের ফ্লাইট হিসেবে সিডনির উদ্দেশে যাত্রার জন্য প্রস্তুত ছিল। পুলিশের সঙ্গে সন্ত্রাসবিরোধী তদন্তকারীরা যোগাযোগ করছে। তবে এখনো ওই কিশোরের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান রেইড।

মাইকেল বলেন, ‘নিশ্চয়ই এটি যাত্রীদের জন্য একটি অত্যন্ত ভীতিকর পরিস্থিতি ছিল। ভিক্টোরিয়া পুলিশ সেই যাত্রীদের সাহসিকতার প্রশংসা করে, যারা ওই ব্যক্তিকে নিরস্ত্র করতে পেরেছেন।’

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘন

পুলিশের সুপার বলেন, ‘এটি অত্যন্ত উদ্বেগজনক যে কেউ নিরাপত্তাবেষ্টনী ভেদ করে বিমান পর্যন্ত পৌঁছতে পারে এবং তারপর আগ্নেয়াস্ত্রসহ বিমানের অভ্যন্তরে প্রবেশের কাছাকাছি চলে আসতে পারে।’
তিনি আরো বলেন, বিমানবন্দরের নিরাপত্তা বেড়ার ছিদ্রটি সে নিজেই কেটেছিল, নাকি আগেই সেখানে ছিল, তা এখনো জানা যায়নি।

এদিকে অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনে প্রচারিত ঘটনার ভিডিওতে দেখা যায়, এক যাত্রী ও এক পাইলট ওই কিশোরকে মেঝেতে চেপে ধরে রেখেছেন।
এ সময় সে উজ্জ্বল সবুজ রঙের জ্যাকেট পরে ছিল, যা বিমানবন্দরের কর্মীদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ ছাড়া একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তার হাতে শটগানের বাঁট ছিল বলে মনে হচ্ছে।

ভিক্টোরিয়া রাজ্যের এক প্রত্যন্ত শহরের পশম কাটার শ্রমিক ব্যারি ক্লার্ক ওই ফ্লাইটের যাত্রী ছিলেন। জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে তিনি জানান, কিশোরটি ‘কর্মী’ বা কোনো ধরনের ‘প্রযুক্তিবিদ’ হিসেবে ছদ্মবেশ ধারণ করেছিল। তাকে ‘বেশ অস্থির’ দেখাচ্ছিল বলেও জানান তিনি।

Loading...

ক্লার্ক আরো বলেন, ‘আমরা কিছু বুঝে ওঠার আগেই একটা বন্দুক—একটা শটগান বেরিয়ে এলো, আর আমি শটের আওয়াজ হবে কি না, তা নিয়ে চিন্তিত হয়ে পড়ি। আমি শুধু বন্দুকটা দূরে সরিয়ে দিতে পারলাম। তারপর তাকে ধরে ফেলি, নিচে ফেলে দিই এবং পুলিশ আসার আগ পর্যন্ত চেপে ধরে রাখি।’

এ ছাড়া উড্রো নামে পরিচয় দেওয়া অন্য এক যাত্রী এবিসিকে বলেন, তিনি ক্লার্ক, পাইলট ও আরেক ব্যক্তির সঙ্গে যোগ দিয়ে কিশোরটিকে ধরে রাখার কাজে সহায়তা করেন।

আরও পড়ুন

কালের কণ্ঠ

Loading...

Loading