৩ কোটি টাকার বিগ টিকিট লটারি জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি

Loading...

৩ কোটি টাকার বিগ টিকিট লটারি জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি

আবুধাবি বিগ টিকিট সিরিজ ২৮১- এর ড্রতে পুরস্কার জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই প্রবাসী বাংলাদেশি। তারা প্রত্যেকে পাবেন ১ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকা।

স্থানীয় সময় মঙ্গলবার র‌্যাফেল ড্রতে বিজয়ীরা হলেন আবুধাবিতে বসবাসরত আমরু মিয়া ও আজমাইনের মোহাম্মদ আরিফুল। জয়ের খবর পেয়ে দুজনই আবেগাপ্লুত হয়ে পড়েন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

আয়োজকরা জানিয়েছেন, চলতি শীত মৌসুমে নতুন চমক নিয়ে হাজির হচ্ছে বিগ টিকিট। আগামী ৩ জানুয়ারি লাইভ ড্রতে অংশ নেওয়া বিজয়ী পাবেন ৩ কোটি দিরহাম পুরস্কার।

একই দিন আরো ৫ জনের ৫০ হাজার করে দিরহাম জেতার সুযোগ থাকবে। এতে অংশগ্রহণে ইচ্ছুকরা অনলাইনে কিংবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর, আল আইন বিমানবন্দরের বিগ টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

‘বিগ টিকিট’ হলো আমিরাতের বৈধ র‌্যাফেল ড্র। তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ছোট র‌্যাফেল ড্র হিসেবে এর যাত্রা শুরু হয়।

তখন যাত্রীদের টিকিট কেনার মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দেওয়া হতো। পরে এর জনপ্রিয়তা বাড়ে। উদ্যোক্তাদের দাবি, তিন দশকেরও বেশি সময় ধরে এর মাধ্যমে বিপুল অঙ্কের পুরস্কার বিতরণ করা হয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading