বিমান যাত্রায় যে জিনিসগুলো ভুলেও সঙ্গে রাখবেন না

Loading...

বিমান যাত্রায় যে জিনিসগুলো ভুলেও সঙ্গে রাখবেন না

দেশ-বিদেশে ভ্রমণের জন্য আমাদের প্রায়ই বিমান ভ্রমণ করতে হয়। আর বিমান ভ্রমণের সময় কিছু-কিছু জিনিস রয়েছে যেগুলো সঙ্গে রাখা যায় না।

আপনি যদি ভুল করে ওইসব জিনিস সঙ্গে নিয়ে ‍যান তবে সেগুলো বিমানবন্দরে চিরদিনের জন্য রেখে যেতে হয়। তাই কোথাও যাওয়ার আগে বিমানবন্দরে সমস্যায় পড়তে না চাইলে জেনে নিন কোন জিনিসগুলো নিয়ে বিমান ওঠা যাবে না।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

১) নারকেল নিয়ে বিমানে ওঠা যায় না। কারণ নারকেলে তেলের ভাগ বেশি। ফলে নারকেল দাহ্য পদার্থ হিসাবে ধরা হয়।

২) কাঁচা কোনো প্রাণীজ খাবার নিয়ে বিমানে ওঠা নিষিদ্ধ। কাঁচা মাছ, মাংস সঙ্গে নিয়ে ভুলেও বিমান যাত্রার পরিকল্পনা করবেন না। তা হলে আপনাকেই সমস্যায় পড়তে হবে।

৩) কোনো গুঁড়া মশলা নিয়েও বিমান ওঠা নিষেধ। কিন্তু এর নেপথ্যের কারণ অনেকেই জানেন না। গুঁড়া মশলার গন্ধ ভীষণ তীব্র হয়। ফলে সেই গন্ধে বাকিদের সমস্যা হতে পারে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

আরও একটি কারণ হলো মাঝ আকাশে বাতাসের চাপ কম থাকে। ফলে কোনো কারণে মশলা ছড়িয়ে গেলে শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে।

আরও খবর

Dhakatribune

Loading...

Loading