স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ সম্পর্কে জানা গেল নতুন যে তথ্য

Loading...

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ সম্পর্কে জানা গেল নতুন যে তথ্য

অতিশয় পাতলা বা আলট্রা-থিন স্মার্টফোনের ট্রেন্ড শুরু হয়েছে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে। আইফোন ১৭ এয়ার নিয়ে জল্পনা-কল্পনা চলছে দীর্ঘদিন ধরেই, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছুই জানায়নি অ্যাপল। তবে স্যামসাং ইতোমধ্যেই ঘোষণা করেছে তাঁরা অচিরেই নিয়ে আসতে যাচ্ছে গ্যালাক্সি এস২৫ এজ মডেলটি।

আলট্রা-থিন মডেলটি নিয়ে এরইমধ্যে বেশ কিছু তথ্য ফাঁস করেছে প্রযুক্তি জগতের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র। এবারে ফাঁস হলো গ্যালাক্সি এস২৫ এজের ব্যাটারি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

স্যামসাং এস২৫ মডেলের তুলনায় এজ মডেলটির ব্যাটারি সক্ষমতা ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার কম হতে যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য টেক আউটলুক সম্প্রতি দুটি ডাটাবেজে এস২৫ এজ মডেলটির ব্যাটারি সম্পর্কিত তথ্য চিহ্নিত করতে পেরেছে বলে দাবি করেছে।

ইউএল ডেমকো ও বিআইএস নামের দুটি সার্টিফিকেশন ডেটাবেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ফোনের ব্যাটারি সক্ষমতার রেটেড ভ্যালু হচ্ছে ৩৭৮৬ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার এবং টিপিক্যাল ভ্যালু হচ্ছে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।

উল্লেখ্য, রেটেড ভ্যালু হচ্ছে একটি ব্যাটারির ন্যূনতম সক্ষমতা এবং টিপিক্যাল ভ্যালু হচ্ছে ব্যাটারির গড় সক্ষমতা। রেটেড ভ্যালুর চেয়ে টিপিক্যাল ভ্যালু সাধারণত বেশি হয়ে থাকে। এস২৫ সিরিজের রেগুলার মডেলে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার ব্যাটারি, যার কল্যাণে একবার চার্জ দিয়ে ১৫ ঘন্টা ৪৩ মিনিট পর্যন্ত ওয়েবসাইট ব্রাউজ করা যাবে ফোনটিতে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

স্যামসাং তাঁদের গ্যালাক্সি এস২৫ সিরিজটি উন্মোচন করেছে চলতি বছরের ২২ জানুয়ারি এবং সিরিজের তিনটি মডেল- এস২৫ রেগুলার, এস২৫ প্লাস ও এস২৫ আলট্রা বাজারে এসেছে ৭ ফেব্রুয়ারি। রেগুলার মডেলে ৬.২ ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাচ্ছে, অন্যদিকে প্লাস ও আলট্রা মডেলে যথাক্রমে ৬.৭ ইঞ্চি ও ৬.৯ ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন ব্যবহারকারীরা।

বিভিন্ন সূত্রে ফাঁস হওয়া তথ্য বলছে, এজ মডেলটিতে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। অর্থাৎ রেগুলার মডেলের চেয়ে এজের ডিসপ্লে সাইজ শূন্য দশমিক ৫ ইঞ্চি বড়। ডিসপ্লে বড় হলে ব্যাটারি সক্ষমতাও সাধারণত বেশি অফার করে থাকে নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

সে হিসেবে ৬.২ ইঞ্চির রেগুলার মডেলের চেয়ে ৬.৭ ইঞ্চির এজ মডেলটিতে বড় আকারের ব্যাটারি থাকার কথা। কিন্তু ফাঁস হওয়া তথ্য বলছে, এজের ব্যাটারি সক্ষমতা রেগুলার মডেলের চেয়ে ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার কম।

Loading...

শুধু তাই নয়, ডিসপ্লের আকারের দিক থেকে এজ মডেলের সমকক্ষ প্লাস মডেলে আছে ৪,৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। অর্থাৎ প্লাস মডেলের তুলনায় এজের ব্যাটারি সক্ষমতা ১,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার কম হতে চলেছে।

দ্য টেক আউটলুক কর্তৃক ফাঁস হওয়া তথ্য সঠিক হলে, গ্যালাক্সি এস২৫ এজ মডেলটিতে স্যামসাং আকর্ষণীয় ব্যাটারি ব্যাকআপ অফার করছে না। তবে এই দুর্বলতা কাটাতে ফাস্ট চার্জিংয়ের মতো অত্যাধুনিক ফিচার অফার করতে পারে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

তবে সূত্রমতে এজ মডেলটিতে ২৫ ওয়াটের ওয়ার্ড চার্জিং সুবিধা থাকবে, যেমনটা আছে রেগুলার মডেলে। অর্থাৎ, প্লাস ও আলট্রা মডেল দুটির মতো ৪৫ ওয়াটের ওয়ার্ড চার্জিং পাচ্ছেন না ব্যবহারকারীরা। কিন্তু আশার কথা এই যে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের রেগুলার মডেলটির ব্যাটারি পারফরম্যান্স যথেষ্ট ভালো। সেদিক থেকে এজ মডেলটিতেও স্ট্যান্ডার্ড ব্যাটারি ব্যাকআপ আশা করতে পারেন স্যামসাংয়ের গ্রাহকরা।

Loading...

সার্বিকভাবে স্যামসাংপ্রেমীরা সারা দিন কাজ করে রাতে ফোন চার্জে দেওয়ার বিষয়টির সাথে বেশ অভ্যস্ত হয়ে উঠেছেন। ফলে ১৪-১৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেলে এজ মডেলটি নিয়ে তাদের খুব একটা অভিযোগ থাকার কথা না।

আলট্রা-থিন বা অতিশয় পাতলা ফোন হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ মডেলটির প্রধান আকর্ষণ হতে যাচ্ছে এর পাতলা ডিজাইন, দেখার সৌন্দর্য ও ওজন। স্বাভাবিকভাবেই উচ্চ ব্যাটারি ব্যাকঅ্যাপ খুঁজছেন এমন পাওয়ার ইউজাররা এজ মডেলটির দিকে ঝুঁকবেন, এমন সম্ভাবনা কমই।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ফিনান্সিয়াল নিউজ অনুমান করছে এস২৫ সিরিজের এজ মডেলটি বাজারে আসতে পারে চলতি বছরের মে মাসে। কয়েকটি সূত্র অবশ্য এপ্রিল মাসে মডেলটির উন্মোচনের ইঙ্গিত দিয়েছে। উল্লেখ্য, বছরের দ্বিতীয়ার্ধে (খুব সম্ভবত সেপ্টেম্বরে) আইফোন ১৭ সিরিজ উন্মোচিত হওয়ার আগেই স্যামসাং এজ মডেলটি বাজারে আনতে চায়।

বিশেষ করে আইফোন ১৭ এয়ার নিয়ে যখন এতো আলোচনা তখন বাড়তি সুবিধা পেতে স্যামসাং তাঁদের এজ মডেলটিকে আগেভাগেই রিলিজ করতে চাইবে, এটাই স্বাভাবিক।

Loading...

উল্লেখ্য, চলতি বছর অনার ও টেকনো’র মতো চীনের নির্মাতারাও আলট্রা-থিন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। তাই স্মার্টফোনের বাজারে ২০২৫ সালটি আলট্রা-থিন মডেলের হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে।

আরও খবর

টমসগাইড, দ্য টেক আউটলুক

Loading...

Loading