হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসছে নতুন দুটি ফিচার
Loading...

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসছে নতুন দুটি ফিচার
হোয়াটসঅ্যাপের ভিডিও কলে যুক্ত হতে যাচ্ছে নতুন দুটি ফিচার। প্রতিদ্বন্দ্বী গুগল মিট ও জুমের ভিডিও কলিং সার্ভিসে অবশ্য এই ফিচার দুটি অনেক আগে থেকেই রয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরও দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই দুটি ফিচার।
এবারে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক বেটা ভার্সনে (২.২৫.৫.২১) এই দুটি ফিচারের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং আশা করা হচ্ছে অচিরেই সকল ব্যবহারকারীর কাছেই পৌঁছে যাবে এই ফিচার দুটি। ভিডিও কলে কোন দুটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, চলুন সেটাই জেনে নেওয়া যাক।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
নতুন এই ফিচার দুটি হচ্ছে: ‘ইমোজি রিঅ্যাকশন’ ও ‘রেইজ হ্যান্ড’। এদের কল্যাণে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালে বিভিন্ন ইমোজি রিঅ্যাকশন প্রদান করা যাবে এবং কারো মনে কোনো প্রশ্ন থাকলে আলোচনায় ব্যাঘাত না ঘটিয়ে তা জানিয়ে দেওয়া যাবে।
মোট ৬টি ইমোজি রিঅ্যাকশন থাকছে- থাম্বস আপ, হার্ট, লাফিং ফেস, শকড্ ফেস, ক্রায়িং ফেস ও ফোল্ডেড হ্যান্ডস।
ভিডিও কল চলাকালে শ্রোতার মনে কোনো প্রশ্ন জাগলে ‘রেইজ হ্যান্ড’ ফিচারটি ব্যবহার করা যাবে। এতে করে বক্তার কথা বলায় কোনোরুপ ব্যাঘাত ঘটবে না, তবে সবাই জানবে যে নির্দিষ্ট শ্রোতার কোনো প্রশ্ন করতে চায়। পরবর্তীতে বক্তার কথা বলা শেষ হলে প্রশ্নটি নেওয়া যাবে। এভাবে খুব সুশৃঙ্খলভাবে ভিডিও কলে কথা বলতে পারবেন ব্যবহারকারীরা।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ফিচার দুটি হোয়াটসঅ্যাপে কীভাবে ব্যবহার করা যাবে?
হোয়াটসঅ্যাপ ভিডিও কলে খুব সহজেই ব্যবহার করা যাবে এই দুটি ফিচার। ভিডিও কল চলাকালীন সময়ে স্ক্রিনের একেবারে নিচে থাকা বারে পাওয়া যাবে হরাইজন্টাল থ্রি-ডট বাটন। এটি হরাইজন্টাল থ্রি-লাইন বাটন নামেও পরিচিত।
এই বাটনটিতে ক্লিক বা ট্যাপ করলেই একটি মেনু আসবে যেখানে সবার ওপরে থাকবে ইমোজি রিঅ্যাকশনগুলো। তার ঠিক নিচেই থাকবে হাতসদৃশ ‘রেইজ হ্যান্ড’ ফিচারটি।
‘ইমোজি রিঅ্যাকশন’ ও ‘রেইজ হ্যান্ড’ ফিচার দুটি খুব তাৎপর্যপূর্ণ না হলেও এরকম বেসিক দুটি ফিচারের অনুপস্থিতি হোয়াটসঅ্যাপের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। অবশেষে ফিচার দুটি ব্যবহারের সুযোগ করে দিচ্ছে মেটার মালিকানাধীন এই ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস।
Loading...
আরও খবর
Loading...
