রমজান মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ২০ হাজার কোটি টাকা

ঈদের আগে প্রবাসী আয়ে রেকর্ড, আগস্টের পর থেকেই বাড়ছে

পবিত্র রমজান মাসের প্রথম ১৫ দিনে ব্যাংক মাধ্যমে ১৬৬ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে, যা দেশীয় মুদ্রায় ২০ হাজার ২৫২ কোটি টাকার সমান।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া যায়। এতে দেখা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে ছয় কোটি ডলারের প্রবাসী আয় বেশি এসেছে। ব্যাংক মাধ্যমে প্রথম সপ্তাহে ৮১ কোটি ও দ্বিতীয় সপ্তাহে ৮৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

সাধারণত দুই ঈদের আগে প্রবাসী আয় অন্য যেকোনো মাসের চেয়ে বেশি আসে। গত বছর পবিত্র ঈদুল ফিতরের আগে পাঁচ দিনে ৪৫ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছিল। তার মানে, দিনে গড়ে ৯ কোটি ডলার আসে। চলতি মাসের প্রথম সপ্তাহে গড়ে ১১ কোটি ও দ্বিতীয় সপ্তাহে গড়ে ১২ কোটি ডলার এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসের প্রথম ১৫ দিনে অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক—রাষ্ট্রায়ত্ত এই ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৩৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। এই সময়ে বেসরকারি ব্যাংকের মাধ্যমে আসে ১১৫ কোটি ডলার।

বরাবরের মতো ইসলামী ব্যাংক সর্বোচ্চ প্রবাসী আয় এনেছে, প্রায় ৫০ কোটি ডলার। এ ছাড়া ব্র্যাক ব্যাংক ৯ কোটি, ট্রাস্ট ব্যাংক ৮ কোটি ৯৭ লাখ ও সিটি ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। বাকি অর্থ বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে টানা সাত মাস প্রতি মাসে ২০০ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে প্রবাসীরা ২৫২ কোটি ৮০ লাখ ডলার আয় পাঠিয়েছেন, যা বিদায়ী বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। তার আগের জানুয়ারিতে প্রবাসী আয় বেশি এসেছিল ৩ শতাংশ।

সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসীরা দেশে ১ হাজার ৮৪৯ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি। ২০২৩–২৪ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৪৯৩ কোটি ডলার।

আরও খবর

দৈনিক জনকণ্ঠ