ঈদের ছুটিতে এমিরেটসের অতিরিক্ত ১৭ ফ্লাইট

Loading...

ঈদের ছুটিতে এমিরেটসের অতিরিক্ত ১৭ ফ্লাইট

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে বর্ধিত যাত্রী চাহিদা সামলাতে এমিরেটস আগামী ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্য/জিসিসি অঞ্চলের জেদ্দা, কুয়েত, দাম্মাম এবং আম্মানের জন্য অতিরিক্ত ১৭টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

চলতি ঈদের ছুটিতে এতদঞ্চলে ৩৭১,০০০ এর অধিক যাত্রী এমিরেটসে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। আম্মান এবং আম্মান থেকে ৬টি এবং দাম্মাম ও দাম্মাম থেকে ৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া জেদ্দা থেকে অতিরিক্ত ৬টি এবং কুয়েত থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ঈদের ঐতিহ্য অনুযায়ী এমিরেটস নির্দিষ্ট কিছু ফ্লাইটের সকল শ্রেণিতে বিশেষ ঈদ মেন্যু অফার করবে। সুস্বাদু খাবারের তালিকায় থাকবে জনপ্রিয় চিকেন মাতফি, প্রন মাতফি, চিকেন মাতলুবেহ, মিক্সড গ্রীল যেমন চিকেন শীষটাউক ও ল্যাম্ব কোপতা, হালুয়া ব্রাউনি, পেজতা কেক ও অন্যান্য।

ঈদের ছুটিতে ভ্রমণকারী যাত্রীরা এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় সাড়ে ৬ হাজারের অধিক চ্যানেলের মাধ্যমে অসংখ্য বৈচিত্র্যময় কনটেন্ট উপভোগ করতে পারবেন যার মধ্যে রয়েছে ৮০টি আরবিসহ ২ হাজারের অধিক আন্তর্জাতিক মুভি।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। মধ্যপ্রাচ্য/ জিসিসি দেশগুলোতে ভ্রমণের জন্য ভায়া দুবাই সুবিধাজনক সংযোগ প্রদান করছে এয়ারলাইনটি।

আরও খবর

দেশ রূপান্তর

Loading...

Loading