বাংলাদেশীদের জার্মানির ভিসা পেতে সময় লাগতে পারে ৪০ বছর!
Loading...

বাংলাদেশীদের জার্মানির ভিসা পেতে সময় লাগতে পারে ৪০ বছর!
বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানিতে উচ্চশিক্ষার জন্য ভিসা পেতে এখন দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ভবিষ্যতে এই অপেক্ষার সময় ৪০ বছরেও পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভিসা আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবেদন প্রক্রিয়া ধীরগতির হয়ে পড়েছে। যদিও ঢাকায় জার্মান দূতাবাসে ভিসা প্রক্রিয়ায় জনবল ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, তা এখনও চাহিদার তুলনায় যথেষ্ট নয়।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
রাষ্ট্রদূত জানান, জার্মানি বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের সবসময়ই স্বাগত জানায়। তবে অতিরিক্ত চাপের কারণে এখন অনেককেই বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। তাই তিনি শিক্ষার্থীদের বিকল্প গন্তব্য ও সুযোগ নিয়েও ভাবার পরামর্শ দিয়েছেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ১,৭২৩ শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসা দেওয়া হয়েছে, যেখানে ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৮৫৩। অর্থাৎ ছয় বছরে শিক্ষার্থী ভিসা সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।
এছাড়া পরিবার পুনর্মিলন ক্যাটাগরিতেও ভিসা সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০১৮ সালে এই ক্যাটাগরিতে ৪১৫টি ভিসা ইস্যু করা হলেও ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ৮৯৪-এ।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
চাহিদা বাড়তে থাকায় দূতাবাস জনবল বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেছেন, যেন তারা বিকল্প সম্ভাবনার দিকেও মনোযোগ দেন।
Loading...
