ট্রাম্পের নতুন ঘোষণা: অবৈধরাও আমেরিকায় থাকতে পারবেন যেভাবে!
Loading...

ট্রাম্পের নতুন ঘোষণা: অবৈধরাও আমেরিকায় থাকতে পারবেন যেভাবে!
অভিবাসীদের জন্য দিনের পর দিন আরও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে আমেরিকায় থাকা অবৈধ অভিবাসীরা পড়েছেন বিপদে। এবার তাদের জন্য ‘সুসংবাদ’ নিয়ে এলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘আমেরিকা ত্যাগ করুন’ নামের একটি প্রকল্পের ঘোষণা দিলেন তিনি, যাতে আমেরিকা থেকে স্বেচ্ছায় বের হলেই দারুণ সব সুবিধা পাবেন অবৈধ অভিবাসী এমনকি অপরাধীরাও! তারা আবার আমেরিকায় এসে থাকতেও পারবেন!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় আমেরিকা ত্যাগ করতে উৎসাহিত করার জন্যই নতুন এই পরিকল্পনা চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সম্প্রতি ফক্স নোটিসিয়াসের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, স্বেচ্ছায় আমেরিকা ছাড়তে ইচ্ছুকদের জন্য তাঁর প্রশাসন আর্থিক প্রণোদনা প্রদান করবে, যার মধ্যে রয়েছে উপবৃত্তি ও বিমানের টিকিট।
এই উদ্যোগের লক্ষ্য, গুরুতর অপরাধমূলক রেকর্ডযুক্ত ব্যক্তিদের নির্বাসনকে অগ্রাধিকার দেওয়া। একই সঙ্গে ‘নিরপরাধ’ ব্যক্তিদের বৈধভাবে আমেরিকায় ফিরে আসার সম্ভাব্য পথ তৈরি করা।
এই পরিকল্পনার বিস্তারিত বর্ণনা করে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের উপবৃত্তি দেব। তাদের কিছু টাকা এবং একটি বিমানের টিকিট দেব। এবং তারপর আমরা তাদের সঙ্গে কাজ করব। যদি তারা ভালো হয়, আমরা তাদের ফিরে পেতে চাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের ফিরিয়ে আনার জন্য কাজ করব।’
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ক্ষমতায় আসার আগে থেকেই অভিবাসীদের চোখের ঘুম হারাম করে দিয়ে আসছেন রিপাবলিকান এই নেতা। একের পর এক হুমকি দিচ্ছেন, নিচ্ছেন কঠিন সব সিদ্ধান্ত। এবার সেই জায়গা থেকে কিছুটা নমনীয় হলেন ট্রাম্প। তবে নতুন এই প্রকল্পের বিস্তারিত জানাননি তিনি। এমনকি কবে থেকে এই প্রকল্প শুরু করবেন–তা নিয়েও কোনো আভাস দেননি।
তবে জানা যায়, এই পরিকল্পনায় কৃষি ও হোটেলের মতো ক্ষেত্রগুলোতে উপযুক্ত কর্মী খুঁজে পেতে সহায়তা করার কথাও বলা হয়েছে। ট্রাম্প বলেছেন, তাঁর প্রশাসন প্রয়োজনীয় পদ পূরণের জন্য ব্যক্তিদের সুপারিশ করবে, যা কৃষকদের জন্য ‘খুবই স্বস্তিদায়ক’ হবে।
তিনি হোটেল ও খামারগুলোকে তাদের প্রয়োজনীয় কর্মী পেতে সহায়তা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ট্রাম্প বলেন, এর ফলে অবৈধভাবে আমেরিকায় থাকা শ্রমিকরা চলে যেতে এবং আইনি অনুমতি নিয়ে ফিরে আসতে পারবেন।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
ট্রাম্পের সাক্ষাৎকারের সময় একটি ভিডিও ক্লিপ চালানো হয়। তাতে দেখা যায়, একজন মেক্সিকান দুই দশকের বেশি সময় আগে আমেরিকায় প্রবেশ করেছিলেন এবং তাঁর সন্তানরাও আমেরিকান। জানা গেছে, এই ব্যক্তি বৈধ নন। তিনি ট্রাম্পের প্রতি সমর্থন প্রকাশ করে বলছেন, ‘যারা অপরাধ করেছে, তাদের নিজ দেশে ফেরত পাঠানো উচিত।’
ভিডিও ক্লিপের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আমি এই লোকটিকে ভালোভাবে দেখলাম। এমন একজন লোককেই আমরা ধরে রাখতে চাই। আমি মনে করি না যে, সে এতে কোনো বিপদে পড়বে।’
আরও খবর
Loading...
