বাণিজ্যযুদ্ধের বলি বোয়িংয়ের উড়োজাহাজ
Loading...

বাণিজ্যযুদ্ধের বলি বোয়িংয়ের উড়োজাহাজ
চীনের এয়ারলাইন জিয়ামিনএয়ারের জন্য ৭৩৭ ম্যাক্স মডেলের একটি উড়োজাহাজ নির্মাণ করে মার্কিন কম্পানি বোয়িং। চীনের এয়ারলাইন সংস্থা জিয়ামিনএয়ারের কাছে উড়োজাহাজটি সরবরাহের কথা ছিল।
এত দিন চীনে বোয়িংয়ের ঝৌশান কেন্দ্রে উড়োজাহাজটির শেষ পর্যায়ের কাজ চলছিল। চীনা হরফে জিয়ামিনএয়ারের নাম লেখা থাকলেও এয়ারলাইনের কাছে ভিড়তে পারেনি উড়োজাহাজটি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
চীন ও যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধের কারণে নবনির্মিত উড়োজাহাজটির ডেলিভারি নেয়নি জিয়ামিনএয়ার। ফলে আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে গত শনিবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফিরিয়ে আনা হয় উড়োজাহাজটি। যাত্রাপথে জ্বালানি নিতে এটি শুধু গুয়াম ও হাওয়াইয়ে থেমেছিল। তবে জিয়ামিনএয়ার নাকি বোয়িংয়ের সিদ্ধান্তে উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রে ফিরেছে তা জানা যায়নি।
কোনো পক্ষই এ নিয়ে বিবৃতি দেয়নি।
চলতি মাসে চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর করে ট্রাম্প প্রশাসন। পাল্টা জবাব দিতে চীনও ১২৫ শতাংশ শুল্ক বসায় মার্কিন পণ্যে। যুক্তরাষ্ট্রের শুরু করা শুল্কযুদ্ধের জেরে মার্কিন কম্পানি বোয়িংয়ের কোনো উড়োজাহাজ ডেলিভারি না নিতে এয়ারলাইনগুলোকে নির্দেশ দেয় চীন সরকার।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
একই সঙ্গে মার্কিন কোনো কম্পানি থেকে উড়োযান সরঞ্জাম বা যন্ত্রপাতি না কেনারও অনুরোধ জানায়। সরকারি নির্দেশনা মেনে সব মিলিয়ে ১৭৯ উড়োজাহাজ কেনার পরিকল্পনা স্থগিত করেছে চীনের বিভিন্ন এয়ারলাইনস।
উড়োজাহাজ পরিবহনবিষয়ক পরামর্শদাতা সংস্থা আইবিএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে পরিমাণ শুল্ক বসিয়েছে তা দিয়ে উড়োজাহাজ নিতে হলে চীনের একটি এয়ারলাইনকে আর্থিকভাবে পঙ্গু হতে হবে। নতুন তৈরি ৭৩৭ ম্যাক্স মডেলের দামই সাড়ে পাঁচ কোটি ডলার। এর ওপর বাড়তি ১৪৫ শতাংশ শুল্ক বসলে দাম হবে আকাশছোঁয়া।
শুল্কযুদ্ধের কারণে উড়োজাহাজের সরবরাহ শৃঙ্খলে যে বিঘ্ন ঘটতে শুরু করেছে তা এ ঘটনায় স্পষ্ট।
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সর্বাধিক বিক্রীত মডেল হলো ৭৩৭ ম্যাক্স। বোয়িং নিজেদের ‘যুক্তরাষ্ট্রের শীর্ষ রপ্তানিকারক’ হিসেবে দাবি করে থাকে। বিশ্বের ১৫০টিরও বেশি দেশের সঙ্গে ব্যবসা রয়েছে তাদের। এর মধ্যে চীনকে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে থাকে বোয়িং।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরও খবর
Loading...
