বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প
Loading...

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প
মার্কিন প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে, এখন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে এবং নতুন পদ্ধতি তৈরি করা হবে।
মার্কিন বিচার বিভাগের আইনজীবী এলিজাবেথ কার্লান জানিয়েছেন, ভিসা বাতিলের আগের পর্যালোচনা হবে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ নতুন নিয়ম তৈরি করছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
ইনসাইডার হায়ার এড-এর তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ফলে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থী এবং ২৮০টি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। এতে বিদেশি শিক্ষার্থীরা শতাধিক মামলা দায়ের করেছেন। যেসব শিক্ষার্থী রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়েছিলেন বা তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ ছিল, তাদেরই টার্গেট করা হয়েছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগে বলেছিলেন, যদি শিক্ষার্থীদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপক্ষে হয়, তাহলে তাদের ভিসা বাতিল করা হবে। এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়গুলোতে আতঙ্ক ছড়ায় এবং অনেক শিক্ষার্থী দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।
বিচার বিভাগ জানিয়েছে, শিক্ষার্থীদের রেকর্ড স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেমে (এসইভিআইএস) সংরক্ষণ করা হবে, যা ভিসার নিয়ম মেনে চলা নিশ্চিত করে। তবে, আইসিই এখনও অন্য কোনো অপরাধের ভিত্তিতে রেকর্ড বাতিলের ক্ষমতা রাখবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
আইনজীবীরা বলছেন, হঠাৎ ভিসা বাতিল শিক্ষার্থীদের আইনি অধিকার লঙ্ঘন করেছে এবং তাদের পড়াশোনায় বাধা সৃষ্টি করেছে। কলাম্বিয়া ল স্কুলের অধ্যাপক ইলোরা মুখার্জি বলেন, ‘এটি অনেকের জন্য স্বস্তির খবর, তবে যাদের রেকর্ড এখনো বাতিল, তাদের লড়াই শেষ হয়নি।’
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
আরও খবর
Loading...
