সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট
Loading...

সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে চেলসি এবং পিএসজির ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমেছে ফিফা ক্লাব বিশ্বকাপের। তবে আরও বড় মহারণের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র। কেননা এই মাঠে আগামী বছরের ১১ জুন থেকে ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে মার্কিন মুল্লুকে।
যদিও ২০২৬ বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গী কানাডা ও মেক্সিকো। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ম্যাচ হবে ১০৪টি, যার মধ্যে সর্বোচ্চ ৭৮টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে এবং ১৩টি করে ম্যাচ হবে কানাডা ও মেক্সিকোতে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এবার ২০২৬ বিশ্বকাপ মাঠে বসে উপভোগ করা দর্শকদের জন্য সুখবর দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে বিশ্বকাপের টিকিট কাটতে পারবেন সাধারণ দর্শকরা।
যদিও শুরু থেকে বিশ্বকাপের টিকিট নিয়ে ছিল নানান বিতর্ক। এবার সেটার অবসান হচ্ছে। বিন স্পোর্টসের সূত্র মতে, মাঠে বসে প্রিয় দলের খেলা উপভোগ করতে সর্বনিম্ন ৮২ ডলার থেকে সর্বোচ্চ ১৮৮২ ডলার খরচ করতে হবে দর্শকদের।
বাংলাদেশি মুদ্রায় যা ১০ হাজার থেকে ২ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত, যা সর্বশেষ কাতার বিশ্বকাপের টিকিটের মূল্যের চেয়ে সর্বনিম্ন ২৮ ডলার থেকে সর্বোচ্চ ২৭৬ ডলার বেশি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
ফিফার অফিশিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন দর্শকরা। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেনি ফিফা।
এছাড়াও ২০২৬ বিশ্বকাপের জন্য ডিলাক্স প্যাকেজ সিস্টেম রাখছে ফিফা। যেখানে ট্রান্সপোর্ট থেকে শুরু করে ম্যাচ হোটেল খরচ সবকিছু এই প্যাকেজে যুক্ত থাকবে।
এই প্যাকেজে এক ম্যাচের জন্য সমর্থকদের গুনতে হবে সর্বনিম্ন ২ হাজার ৫০০ ডলার। এছাড়াও পিচসাইড লাউঞ্জের জন্য ৫ হাজার ৩৫০ ডলার গুনতে হতে পারে দর্শকদের।
Loading...
এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের খেলা দেখতে যাওয়া দর্শকদের ভিসা লাগেনি। টিকিট কাটা দর্শকদের একটি করে ফ্যান আইডি দিয়েছে ফিফা। সেই ফ্যান আইডি দিয়ে রাশিয়া গেছে দর্শকরা।
কিন্তু রাশিয়া বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের ভিসা করতে হয়েছিল। যদিও সবশেষ কাতার বিশ্বকাপে দর্শক কিংবা সাংবাদিক কারোরই ভিসা লাগেনি। ফ্যান আইডি দিয়ে কাতারের বিমানের টিকিট কেটেছিল সবাই।
Loading...
এছাড়াও কাতার বিশ্বকাপের টিকিট কাটা দর্শকদের হাইয়া কার্ড প্রদান করেছে কাতার সরকার। এই হাইয়া কার্ড দিয়ে টিকিট কাটা ব্যক্তির সঙ্গে তিন জন লোক নিতে পেরেছিলেন দর্শকরা। তবে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ মাঠে বসে উপভোগ করতে ভক্ত-সমর্থকদের ভিসা করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ মিলিয়ন মানুষের সমাগমের জন্য প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। এছাড়াও ২০২৬ বিশ্বকাপ সর্বকালের সবচেয়ে বড় আসর হবে বলে মনে করছেন ফিফা প্রেসিডেন্ট জিন্নানি ইনফান্তিনো।
Loading...
তিনি বলেন, ‘আমরা উত্তর আমেরিকায় বিশ্বকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র সর্বকালের সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ ক্রীড়া ইভেন্টের আয়োজন করবে।
আমরা সব ভক্তকে তাদের জায়গা নিশ্চিত করার জন্য প্রস্তুত হতে উৎসাহিত করছি।’যদি গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট ১৯টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ইরানও রয়েছে।
Loading...
শেষ পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো নিয়ে নতুন আলোচনায় বসে কি না ফিফা এবং ট্রাম্প প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন
Loading...
