হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করা যাবে ফেসবুক লিংক
Loading...

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন নিজেদের প্রোফাইলে সরাসরি ফেসবুক অ্যাকাউন্টের লিংক যুক্ত করতে পারবেন। আপাতত এই সুবিধাটি পরীক্ষামূলকভাবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ বেটা সংস্করণে চালু করা হয়েছে। এতে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে ব্যবহারকারীদের সহজে খুঁজে পাওয়া যাবে।
বেটা সংস্করণের ফিচারটি প্রথম শনাক্ত করেছে ওয়াবেটাইনফো নামের ফিচার ট্র্যাকার ওয়েবসাইট। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ২.২৫.২৯.১৬ সংস্করণে আপডেটের পর কিছু পরীক্ষক নতুন এই সুবিধাটি ব্যবহার করতে পারছেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
তবে একটি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ বেটা সংস্করণে আপডেট করার পরও ফিচারটি তারা পায়নি। ধারণা করা হচ্ছে, এটি ধীরে ধীরে বেটা ব্যবহারকারীদের মধ্যে চালু হচ্ছে।
ফিচারটি সক্রিয় হলে ব্যবহারকারীরা প্রোফাইলে নিজেদের ফেসবুক লিংক যুক্ত করতে পারবেন। এতে অন্যরা সহজেই ওই লিংকে গিয়ে ফেসবুকে যুক্ত হতে পারবেন। তবে ফেসবুক লিংক যুক্ত করা সম্পূর্ণ ঐচ্ছিক।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
দুটি অ্যাকাউন্ট একই ব্যক্তির কিনা বোঝাতে ভেরিফায়েড লিংকের পাশে একটি ছোট আইকন দেখা যাবে। যাচাই না করা লিংকের ক্ষেত্রে সাধারণ আইকন ও পূর্ণ ওয়েব ঠিকানা প্রদর্শিত হবে।
এছাড়া ব্যবহারকারীরা প্রাইভেসি নিয়ন্ত্রণের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন, কারা তাদের ফেসবুক লিংক দেখতে পাবে। সেটিংস মেনুর ‘প্রাইভেসি’ অপশনের ‘লিংকস’ থেকে এটি নিয়ন্ত্রণ করা যাবে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
এর আগে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক যোগের সুযোগ চালু করা হয়েছিল। মেটার অন্যান্য প্ল্যাটফর্মেও, যেমন ফেসবুকে ইনস্টাগ্রামের লিংক এবং ইনস্টাগ্রামে ফেসবুক লিংক যুক্ত করার সুবিধা ইতোমধ্যে রয়েছে।
আরো পড়ুন
Loading...
