হবিগঞ্জে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রবাসী খুন
Loading...
হবিগঞ্জের মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফারুক মিয়া (৪৫) নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছেন।
এ ঘটনায় তাঁর ভাতিজা রবি মিয়া গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক মিয়া মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের দলগাওঁ গ্রামের আব্দুল মালেকের ছেলে। গুরুতর আহত রবি মিয়া ওই গ্রামের আনোয়ার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফারুক মিয়া ও একই গ্রামের হামিদ মিয়া গংয়ের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। ফারুক মিয়া জমিতে রোপণ করা গাছ কাটতে গেলে হামিদ মিয়া গং বাধা দেয়।
এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় কয়েকজন মুরুব্বি বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষ নিয়ে আজ মাগরিব নামাজের পরে একটি সালিশ বৈঠকে বসে। সালিশের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক–বিতর্ক শুরু হয়।
এ সময় প্রতিপক্ষের লোকজন ফারুক মিয়া ও তাঁর খালাতো ভাইয়ের ছেলে রবি মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ফারুক মিয়া ও রবি মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. তারেক-উজ জামান ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষু অবস্থায় রবি মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠান।
নিহত ফারুক মিয়া কাতার প্রবাসী। তিনি প্রায় ১৫ দিন আগে কাতার থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়নি।’
আরো পড়ুন
Loading...