লাগেজে থাকা ব্যাটারিতে আগুন, জরুরি অবতরণে বাধ্য ফ্লাইট
Loading...

চীনের হাংঝো থেকে দক্ষিণ কোরিয়ার সিউলগামী এয়ার চায়নার একটি ফ্লাইটে যাত্রীর লাগেজে থাকা লিথিয়াম ব্যাটারি হঠাৎ আগুন ধরে গেলে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
ঘটনাটি ঘটে গত শনিবার সকালে ফ্লাইট সিএ১৩৯–এ। বিমানটি আকাশে উড্ডয়নের পর এক যাত্রীর ওভারহেড বগিতে রাখা ব্যাগ থেকে ধোঁয়া ও আগুন বের হতে থাকে। এতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা চিৎকার করে সাহায্য চাইতে থাকেন।
এ সময় কেবিন ক্রুরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এয়ার চায়নার পক্ষ থেকে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক বিবৃতিতে জানানো হয়, “ওভারহেড বগিতে রাখা লাগেজে থাকা একটি লিথিয়াম ব্যাটারি স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ আহতও হননি।”
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্য সিউলের ইনচিয়ন বিমানবন্দরে না গিয়ে চীনের সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে যাত্রীদের নিরাপদে নামানো হয় এবং বিমানের নিরাপত্তা যাচাই শেষে সংস্থাটি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লিথিয়াম ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে, অতিরিক্ত চার্জ দিলে বা ভুলভাবে প্যাক করা হলে তা আগুনের সূত্রপাত ঘটাতে পারে। এজন্য বিশ্বের অধিকাংশ বিমান সংস্থা যাত্রীদের চেক-ইন লাগেজে আনইনস্টল করা লিথিয়াম ব্যাটারি, যেমন পাওয়ার ব্যাংক, বহন নিষিদ্ধ করেছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
এয়ার চায়না জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে নিরাপত্তা নীতিমালা আরও শক্তিশালী করা হবে।
আরো পড়ুন
- কম খরচে ঢাকা–জেদ্দা ফ্লাইট চালু করল ফ্লাইএডিল
- সৌদিতে কর্মীর পাসপোর্ট জব্দ ও ফি নেওয়া নিষিদ্ধ, প্লেনভাড়া বহন করবেন নিয়োগদাতা
- প্রবাসী করদাতাদের জন্য সহজ হলো আয়কর রিটার্ন দাখিল
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর: স্পন্সরের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন ও ভ্রমণের স্বাধীনতা
- ১৬ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য উন্মুক্ত হবে নির্বাচনী অ্যাপ: কমিশনার সানাউল্লাহ
Loading...
