খুব শিগগিরই শাহজালাল বিমানবন্দরের ই-গেট খুলছে

Loading...

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুব শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আগামী দু-চার দিনের মধ্যেই এ গেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “আমরা খুব দ্রুত বিমানবন্দরে ই-গেট খুলে দিচ্ছি। যাতে যাত্রীরা পাসপোর্ট দেখিয়েই প্রবেশ করতে পারেন। ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্টধারীদের জন্য ডিসেম্বরের মধ্যেই বিদেশগামী সব পাসপোর্ট কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।”

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

ই-গেট চালুর নির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি বলেন, “ই-গেট ইনস্টল সম্পন্ন হয়েছে। আশা করছি দু-চার দিনের মধ্যেই খুলে দেওয়া হবে। তবে সঠিক তারিখ পাসপোর্টের ডিজি জানাতে পারবেন।”

বিমানবন্দরে কয়েক বছর আগে ই-গেট স্থাপন করা হলেও দীর্ঘদিন ধরে তা অচল রয়েছে। যাত্রীদের অভিযোগ, বর্তমানে কোনো ই-গেট সচল না থাকায় ইমিগ্রেশনে দীর্ঘ লাইন ও সময়ক্ষেপণের ভোগান্তি পোহাতে হচ্ছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

ই-গেট সচল হলে যাত্রীরা ই-পাসপোর্ট স্ক্যান করে কয়েক সেকেন্ডের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

Loading...

Loading