প্রবাসী ভোট: ওটিপি জটিলতায় ভেস্তে যেতে পারে উদ্যোগ

Loading...

প্রবাসী ভোট: ওটিপি জটিলতায় ভেস্তে যেতে পারে উদ্যোগ

প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। তবে নিবন্ধনের জন্য ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) প্রয়োজন হলেও তা মিলছে না সহজে। ফলে প্রবাসে বসে অনেকের ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন ধরা নাও দিতে পারে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সোমবার (১০ নভেম্বর) নির্বাচন ভবনে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসীরা এমন সমস্যার কথা তুলে ধরেন। এতে বিদেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীরা অনলাইনে যুক্ত ছিলেন।

এ সময় নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে মহাপরিচালকও উপস্থিত ছিলেন।

Loading...

প্রবাসীদের অনলাইনে নিবন্ধনের জন্য বর্তমানে ‘পোস্টাল ভোট বিডি’ ট্রায়াল চলছে। এতে প্রবাসীরা সমস্যাটির কথা সামনে আনেন। তারা বলেন, নিবন্ধন করতে ওটিপি সময় মতো পাওয়া যায় না। ফলে নিবন্ধন সম্পন্ন হয় না। সমস্যাটি দ্রুত সমাধান করার প্রতিও জোর দেন তারা।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বিষয়টি নিয়ে কাজ করছেন বলে তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, কোনো পরীক্ষা ছাড়াই প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট নিতে যাচ্ছে ইসি। এটি বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, ১৮ নভেম্বর পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য অ্যাপ চালু হবে। এরপর অনলাইনে যে ফর্মটা পাওয়া যাবে সেটা ডাউনলোড করে পূরণ করতে হবে।

Loading...

নির্বাচনের তিন সপ্তাহ আগে প্রার্থীর তালিকা হয়ে যাবে। এরপর ভোট দিয়ে নিকটস্থ পোস্ট বক্সে ড্রপ করতে হবে।

এ নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের অন্তত ১৭ দিন আগে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা পাঠিয়ে দিতে হবে। না হলে নির্বাচনের পরে ভোট পৌঁছাতে পারে। সেক্ষেত্রে ভোটটি নেওয়া যাবে না।

Loading...

তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের নির্বাচনের ২০ দিন আগে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে। ভোট দেওয়ার জন্য প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত হতে হবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করায় লক্ষ্য নিয়ে এগুচ্ছে কমিশন।

Loading...

প্রসঙ্গত, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাসীদের প্রথমে অ্যাপে সঠিকভাবে ঠিকানাসহ সব তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর সে অনুযায়ী, ভোটার তালিকা তৈরি করবে ইসি।

পরবর্তীতে প্রবাসীর দেওয়ার ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। সংশ্লিষ্ট ভোটার দিয়ে আবার নিকটস্থ পোস্টবক্স বা পোস্ট অফিসে জমা দিলেই তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading