বাংলাদেশে অনিবন্ধিত ফোন বন্ধে কঠোর পদক্ষেপ

Loading...

বাংলাদেশে অনিবন্ধিত ফোন বন্ধে কঠোর পদক্ষেপবাংলাদেশে অনিবন্ধিত ফোন বন্ধে কঠোর পদক্ষেপ

দেশে অবৈধ, চুরি হওয়া ও অননুমোদিত মোবাইল ফোন ব্যবহার রোধে আসছে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর)।

আগামী ১৬ ডিসেম্বর থেকে এই সিস্টেম কার্যকর হলে নিবন্ধনবিহীন কোনো মোবাইল ফোন আর দেশের কোনো অপারেটরের নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। সরকারের এমন ঘোষণার পর অনেক ব্যবহারকারীর মনে প্রশ্ন— আমার ফোনটি কি বন্ধ হয়ে যাবে? বা আমার সেটটি কি নিবন্ধিত?

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এ নিয়ে জানার মতো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিচে তুলে ধরা হলো।

এনইআইআর কী?

এনইআইআর মূলত একটি কেন্দ্রীয় জাতীয় ডেটাবেইস, যেখানে দেশের সকল বৈধ মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর সংরক্ষিত থাকবে। প্রতিটি ফোনের আইএমইআইই হলো তার ডিজিটাল পরিচয়পত্র। আইএমইআই নম্বর যদি এই সরকারি ডেটাবেইসে নিবন্ধিত না থাকে, তাহলে সেই ফোন কোনো মোবাইল নেটওয়ার্কে সংযোগ পাবে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এই সিস্টেম চালুর পর শুধুমাত্র বৈধ ফোনই নেটওয়ার্কে ব্যবহারযোগ্য থাকবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

কোন ফোনগুলো বন্ধ হয়ে যেতে পারে?

বিটিআরসির তথ্যমতে, দেশে এখনো বিপুলসংখ্যক ফোন নিবন্ধন ছাড়াই ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে রয়েছে

  • বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা সেট
  • উপহার পাওয়া ফোন
  • নকল বা ক্লোন ব্র্যান্ড
  • অননুমোদিত আমদানি করা মোবাইল

এনইআইআর চালু হলে এসব অনিবন্ধিত ফোন ধীরে ধীরে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফোনটি চালু থাকলেও কল বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না।

তবে যারা বৈধভাবে ফোন কিনেছেন কিন্তু এখনো নিবন্ধন করেননি, তারা ১৬ ডিসেম্বরের আগ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। এ বিষয়ে বিটিআরসি শিগগির নির্দেশনা দেবে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আপনার ফোন নিবন্ধিত কি না, জানবেন যেভাবে

  • মোবাইল ফোনের আইএমইআই জানতে ডায়াল করুন *#06#
  • এর পর আইএমইআই নম্বর লিখে এসএমএস পাঠান
  • KYD <space> IMEI নম্বর
  • প্রাপক: 16002

উত্তরে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি বৈধ/নিবন্ধিত নাকি অনিবন্ধিত।

Loading...

কেন প্রয়োজন এই ব্যবস্থা?

২০১৭ সাল থেকে দেশে মোবাইল ফোন উৎপাদন বাড়লেও বাজারে এখনো প্রায় ৬০% ফোন অবৈধভাবে বিক্রি হচ্ছে, ফলে বছরে প্রায় ২,০০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে।

এ ছাড়া প্রতি বছর অসংখ্য ফোন চুরি হয় এবং সেগুলোর বড় অংশ নকল বা ক্লোন মডেল হিসেবে বাজারে ফিরে আসে—যা নিরাপত্তা ঝুঁকিও তৈরি করে।

এনইআইআর চালুর পর

  • চুরি হওয়া ফোন ট্র্যাক করা সহজ হবে
  • অবৈধ আমদানিকারকদের দৌরাত্ম্য কমবে
  • মোবাইল বাজারে স্বচ্ছতা ও আস্থা ফিরে আসবে

Loading...

বাজার ও ভোক্তার ওপর প্রভাব

মোবাইল ব্যবসায়ীরা মনে করছেন, প্রথমদিকে কিছু সচেতনতার প্রয়োজন হলেও দীর্ঘমেয়াদে এটি বাজারে স্থিতিশীলতা আনবে। ভোক্তারা নিশ্চিত হতে পারবেন যে তারা যে ফোন কিনছেন, তা আসল, নিরাপদ এবং সরকারি অনুমোদিত।

এখন কী করবেন?

যারা-

  • বিদেশ থেকে আনা ফোন ব্যবহার করছেন
  • উপহার পাওয়া সেট ব্যবহার করছেন
  • পুরোনো বা নকল ব্র্যান্ডের ফোন ব্যবহার করছেন

তাদের যত দ্রুত সম্ভব ফোনের আইএমইআই নম্বর যাচাই করতে হবে এবং প্রয়োজন হলে ১৬ ডিসেম্বরের আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বরের পর কোনো অনিবন্ধিত ফোন আর নেটওয়ার্কে কাজ করবে না।

আরো পড়ুন

Loading...

Loading