ফ্রান্সে নাগরিকত্ব ও রেসিডেন্ট পারমিট পেতে বাধ্যতামূলক হলো ‘সিভিক টেস্ট’

Loading...

ফ্রান্সে নাগরিকত্ব ও রেসিডেন্ট পারমিট পেতে বাধ্যতামূলক হলো ‘সিভিক টেস্ট’

ফ্রান্সে নাগরিকত্ব এবং দীর্ঘমেয়াদি রেসিডেন্ট পারমিট পেতে এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে ‘সিভিক টেস্ট’।

২০২৪ সালের অভিবাসন আইনের ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নতুন ডিক্রিতে এ পরীক্ষার ঘোষণা দেওয়া হয়। নিয়মটি কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

নতুন বিধান অনুযায়ী, ফরাসি নাগরিকত্ব, দুই বা চার বছরের দীর্ঘমেয়াদি বসবাসের কার্ড এবং দশ বছরের স্থায়ী রেসিডেন্স পারমিটের আবেদনকারীদের ৪০ নম্বরের একটি ডিজিটাল এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। ৪৫ মিনিটের এই পরীক্ষায় আবেদনকারীকে অন্তত ৮০ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

পরীক্ষার প্রশ্নগুলো মূলত ফরাসি প্রজাতন্ত্রের মূল্যবোধ, রাষ্ট্র কাঠামো, নাগরিক অধিকার ও কর্তব্য, ইতিহাস-সংস্কৃতি এবং সমাজজীবন সম্পর্কিত বিষয় নিয়ে হবে। বিষয়ভিত্তিক প্রশ্নের বণ্টন নিম্নরূপ-প্রজাতন্ত্রের নীতিমালা ও মূল্যবোধ: স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ধর্মনিরপেক্ষতা (লাইসিতে), ও প্রজাতন্ত্রের প্রতীক,রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো: রাষ্ট্র, সংসদ, ভোটাধিকার, ইউরোপীয় ইউনিয়ন অধিকার ও কর্তব্য: আইন, কর, নাগরিক দায়িত্ব ইতিহাস, ভূগোল ও সংস্কৃতি: ফরাসি বিপ্লব, ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয়,সমাজজীবন: শিক্ষা, স্বাস্থ্য, কাজ ও পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন এই ব্যবস্থা অভিবাসীদের ফরাসি সমাজে অন্তর্ভুক্তি ও নাগরিক মূল্যবোধ জোরদার করবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের প্রজাতন্ত্রের মূল আদর্শ ও সাংস্কৃতিক জ্ঞান যাচাই করা হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি নিয়ে সমালোচনামূলক প্রতিক্রিয়া জানিয়েছে।

তাদের মতে, কঠোর ভাষা ও মানদণ্ড নিম্ন আয়ের অভিবাসীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

Loading...

বিশেষ করে যারা ফরাসি ভাষায় দুর্বল, তাদের নাগরিকত্বের পথ আরও কঠিন হয়ে যাবে। এছাড়া, পরীক্ষায় জালিয়াতি ধরা পড়লে প্রার্থীকে দুই বছরের জন্য নাগরিকত্বের আবেদন থেকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে সরকার।

ফরাসি কর্তৃপক্ষের ভাষ্য, এই উদ্যোগের লক্ষ্য অভিবাসীদের নিরুৎসাহিত করা নয়; বরং তাদের দ্রুত সমাজে সম্পৃক্ত করা ও প্রজাতন্ত্রের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। সূত্র: ফ্রান্সভিত্তিক গণমাধ্যম ইনফোমাইগ্রেন্টস।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading