যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্ব পেতে ১০ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প
Loading...

যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্ব পেতে ১০ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প
১০ লাখ ডলারে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ চালুর পাশাপাশি শীঘ্রই ৫০ লাখ ডলারের ‘প্ল্যাটিনাম’ কার্ড নিয়ে আসার ঘোষণাও দিয়েছেন তিনি।
অবশেষে বহুল আলোচিত ‘ট্রাম্প গোল্ড কার্ড’ চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০ লাখ ডলারের এই কর্মসূচির আওতায় বিত্তশালী বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এই কার্ড যোগ্য ও পরীক্ষিত ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়ার সরাসরি পথ খুলে দেবে।
বিষয়টি খুবই আনন্দের! আমাদের আমেরিকান কোম্পানিগুলো অবশেষে তাদের অমূল্য মেধাবীদের ধরে রাখতে পারবে।’
কর্মসূচির অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের জন্য ‘উল্লেখযোগ্য সুবিধা’ নিশ্চিত করতে পারবেন, তাদেরই এই ভিসা দেওয়া হবে। এতে ‘রেকর্ড সময়ের’ মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি মিলবে।
Loading...
ব্যক্তিগতভাবে এই সুবিধা পেতে ১০ লাখ ডলার ফি দিতে হবে। এই অর্থই প্রমাণ করবে যে আবেদনকারী যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক। অন্যদিকে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি তাদের কর্মীদের স্পনসর করতে চায়, তবে তাদের গুনতে হবে ২০ লাখ ডলার। এর সঙ্গে বাড়তি কিছু ফি-ও প্রযোজ্য হবে।
ওয়েবসাইটে আরও বলা হয়েছে, শীঘ্রই এই কর্মসূচির ‘প্ল্যাটিনাম’ সংস্করণ চালু হবে। ৫০ লাখ ডলারের ওই কার্ডধারীরা বিশেষ কর ছাড়ের সুবিধাও পাবেন।
তবে আবেদন যাচাই-বাছাইয়ের আগেই অফেরতযোগ্য ১৫ হাজার ডলার প্রসেসিং ফি হিসেবে জমা দিতে হবে। এ ছাড়া আবেদনকারীর পরিস্থিতি ভেদে সরকারি আরও কিছু ফি যুক্ত হতে পারে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো এই গোল্ড কার্ড কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। ডেমোক্র্যাটরা বলছেন, এর মধ্য দিয়ে কেবল ধনী ব্যক্তিদের অন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে।
শুরুতে ডোনাল্ড ট্রাম্প এই কার্ডকে যুক্তরাষ্ট্রের ‘গ্রিন কার্ড’-এর সঙ্গে তুলনা করেছিলেন। গ্রিন কার্ডের মাধ্যমে সব আয়ের অভিবাসীরাই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পান এবং সাধারণত পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।
Loading...
তবে এবার ট্রাম্প স্পষ্ট করেছেন, গোল্ড কার্ড কেবল ‘উচ্চপর্যায়ের’ পেশাজীবীদের জন্য। তার বক্তব্য, ‘আমরা এমন মানুষ চাই যারা উৎপাদনশীল।’
ট্রাম্পের দাবি, ‘যারা ৫০ লাখ ডলার দিতে পারবেন, তারা চাকরিও তৈরি করতে পারবেন। এটা (কার্ড) হুড়মুড় করে বিক্রি হবে। অনেকটা পানির দরে পাওয়ার মতো সস্তা এটি।’
Loading...
গোল্ড কার্ডের মতো কর্মসূচির ঘোষণা এলেও, অন্যদিকে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের দেশ ছাড়া করতে ব্যাপক তোড়জোড় চালাচ্ছে। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন আবেদন গ্রহণ স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া আশ্রয়–আবেদনগুলোর ওপর সিদ্ধান্ত দেওয়া বন্ধ রেখেছে সরকার। জো বাইডেনের আমলে অনুমোদিত হাজার হাজার আশ্রয়ের মামলাও পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।
Loading...
এর আগে গত সেপ্টেম্বরে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলারে উন্নীত করার আদেশে সই করেছিলেন ট্রাম্প।
এতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশ্য পরে হোয়াইট হাউস স্পষ্ট করেছে, এই বর্ধিত ফি কেবল বিদেশ থেকে আবেদন করা নতুন প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
- যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্ব পেতে ১০ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প
- ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
- প্রেমের অভিনয় করে ৩০ লাখ টাকার গহনা চুরি, প্রেমিক আটক
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার
Loading...






