সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ

Loading...

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশী শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার স্থানীয় সময় বিকালে আবেই এলাকার একটি লজিস্টিকস বেজে এ হামলা হয়। এতে আরো আটজন আহত হয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল আইএসপিআর হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় ও বিস্তারিত তথ্য জানায়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

নিহত ছয় শান্তিরক্ষী হলেন করপোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), সৈনিক শান্ত মণ্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ও লন্ড্রি কর্মী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আহত আটজন হলেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), করপোরাল আফরোজা পারভীন ইতি (ঢাকা), ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম (বরগুনা), সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), সৈনিক উম্মে হানী আক্তার (রংপুর), সৈনিক চুমকি আক্তার (মানিকগঞ্জ) ও সৈনিক মো. মানাজির আহসান (নোয়াখালী)।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

আইএসপিআর জানায়, কাদুগলি লজিস্টিকস বেজে শনিবার স্থানীয় সময় বেলা ৩টা ৪০-৩টা ৫০ মিনিটের মধ্যে এ হামলা চালানো হয়। একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এ ড্রোন হামলা চালায়। এ সময় শান্তিরক্ষীরা বেজে দায়িত্ব পালন করছিলেন।

আইএসপিআর আরো জানিয়েছে, আহত আটজনই বর্তমানে চিকিৎসাধীন। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা আশঙ্কাজনক ছিল, তবে সফল অস্ত্রোপচারের পর তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন। বাকি সাতজনকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয়েছে এবং তারা শঙ্কামুক্ত।

Loading...

বাংলাদেশ সেনাবাহিনী এ বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বশান্তি রক্ষায় এ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বাংলাদেশের অঙ্গীকারের এক গর্বিত সাক্ষ্য হয়ে থাকবে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে সেনাবাহিনী।

Loading...

এ হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে এ হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আন্তর্জাতিক আইনে এর জবাবদিহির আহ্বানও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading