দুবাইয়ের বিলাসিতার আড়ালে সুদানের হাহাকার

Loading...

দুবাইয়ের বিলাসিতার আড়ালে সুদানের হাহাকার

এক তরুণী দুবাইয়ের একটি বিলাসবহুল ‘ইনফিনিটি’ সুইমিং পুলে সেলফি তুলছেন। তবে ছবির মূল চমক হলো তরুণীর হাতের ফোনে থাকা দৃশ্যটি। সেখানে ফোনের স্ক্রিনে দুবাইয়ের আকাশচুম্বী দালান নয়, বরং দেখা যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত সুদানের ধ্বংসযজ্ঞ।

লন্ডনের প্রাণকেন্দ্রে একটি বিশাল ডিজিটাল বিলবোর্ড এখন পথচারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

বিলবোর্ডটিতে কোনো পণ্যের বিজ্ঞাপন নয়, বরং সুদান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা নিয়ে এক অভিনব প্রচারণা চালানো হচ্ছে। অলাভজনক সংস্থা ‘আভাজ’ এর উদ্যোগে এই প্রচারণার লক্ষ্য হলো দুবাইয়ের জাঁকজমকপূর্ণ পর্যটন ভাবমূর্তির আড়ালে সুদানের মানবিক সংকটে আমিরাতের সংশ্লিষ্টতা তুলে ধরা। খবর মিডল ইস্ট আই।

বিলবোর্ডটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে তৈরি একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে দেখা যায়, এক তরুণী দুবাইয়ের একটি বিলাসবহুল ‘ইনফিনিটি’ সুইমিং পুলে সেলফি তুলছেন। তবে ছবির মূল চমক হলো তরুণীর হাতের ফোনে থাকা দৃশ্যটি। সেখানে ফোনের স্ক্রিনে দুবাইয়ের আকাশচুম্বী দালান নয়, বরং দেখা যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত সুদানের ধ্বংসযজ্ঞ।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বিলবোর্ডটিতে লেখা— ‘সুদানে তারা কী করছে তা জানতে পারলে আপনার সেলফি আর এতটা সুন্দর লাগবে না।‘

প্রচারণা চালানো সংস্থা ‘আভাজ’ এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেমন দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস ও মিডল ইস্ট আই এর প্রতিবেদনে দাবি করা হয়েছে— সংযুক্ত আরব আমিরাত সুদানের আধাসামরিক বাহিনী ‘র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ)-কে সমর্থন ও অস্ত্র সরবরাহ করছে।

Loading...

আরএসএফ-এর বিরুদ্ধে সুদানে গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অস্ত্রের এই সরবরাহ লাইন লিবিয়া, সাদ এবং সোমালিয়ার মতো প্রতিবেশী দেশগুলোর মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।

সংযুক্ত আরব আমিরাত শুরু থেকেই এই অভিযোগগুলো অস্বীকার করে আসছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুদানের কোনো নির্দিষ্ট পক্ষকে তারা অস্ত্র বা সমর্থন দিচ্ছে না। সম্প্রতি সোমালিয়ার একটি ঘাঁটিকে ব্যবহার করে অস্ত্র সরবরাহের একটি প্রতিবেদনকেও তারা ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে।

Loading...

প্রচারণাকারীদের উদ্দেশ্য হলো দুবাইয়ের বিলাসবহুল পর্যটন খাতের সঙ্গে সুদানের যুদ্ধের সম্পর্কটি সাধারণ মানুষের সামনে আনা। লন্ডনের অনেক পথচারী এই বিলবোর্ড দেখে বিস্ময় প্রকাশ করেছেন। একজন পথচারী বলেন, ‘আমি জানতাম না দুবাইয়ের সঙ্গে কোনো যুদ্ধের সম্পর্ক থাকতে পারে।‘

উল্লেখ্য, ২০২৫ সালের প্রথম ৯ মাসেই দুবাই ২ কোটি ৩০ লাখ পর্যটককে স্বাগত জানিয়েছে এবং তাদের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৭০ বিলিয়ন ডলার।

Loading...

অন্যদিকে, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনী এসএএফ এবং আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে যুদ্ধ চলছে। এর ফলে বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট তৈরি হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading