বিক্ষোভে আবার উত্তাল ইরান, যুক্তরাষ্ট্রের হুমকিতে পাল্টা হুমকি
Loading...

বিক্ষোভে আবার উত্তাল ইরান, যুক্তরাষ্ট্রের হুমকিতে পাল্টা হুমকি
জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদে ইরানে বিক্ষোভ প্রাণঘাতী রূপ নিয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অন্তত সাতজন নিহত হওয়ার খবর দিচ্ছে।
বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবারে ছয়জনের মৃত্যুর খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থা এবং মানবাধিকার সংস্থা হেঙ্গাও। দক্ষিণ-পশ্চিম ইরানের লোরদেগান শহরে দুইজন, আজনায় আর তিনজন ও কুহদাশ্ত শহরে একজন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
আবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার রাতে পশ্চিম লোরেস্তান প্রদেশের কুহদাশ্ত শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। যদিও বিক্ষোভকারীদের দাবি, নিহত ব্যক্তি তাদেরই একজন ছিলেন এবং নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, ওই এলাকায় পাথর নিক্ষেপের ঘটনায় ১৩ জন পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর চলমান সংঘর্ষের সময় গাড়িতে আগুন দেওয়া হচ্ছে।
অনেক বিক্ষোভকারী দেশের সর্বোচ্চ নেতার শাসনের অবসানের দাবি জানিয়েছেন। কেউ কেউ আবার রাজতন্ত্র ফিরে আনার দাবিও তুলেছেন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে হুমকি দিয়েছেন যে, ইরানে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে তিনি তাদের সাহায্য করবেন।
এর জবাবে ইরান বলেছে, কোনো বিদেশি হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না।
ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, মিথ্যা অজুহাতে ইরানে যে কোনো হস্তক্ষেপের চেষ্টা করা হলে, সেই হাত দেশে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে এবং এর জবাবে অনুশোচনামূলক প্রতিক্রিয়া দেওয়া হবে।
শুক্রবার ২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের জনগণ ‘উদ্ধার’ নামের আমেরিকান ধারণা সম্পর্কে ভালোভাবেই অবগত। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে শুরু করে গাজার পরিস্থিতি পর্যন্ত সবকিছুই তার উদাহরণ।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






