বাংলাদেশিসহ ৬ প্রবাসী জিতলেন ১০২ কোটির বেশি টাকা

Loading...

বাংলাদেশিসহ ৬ প্রবাসী জিতলেন ১০২ কোটির বেশি টাকা

আবুধাবির জনপ্রিয় বিগ টিকিট লাইভ ড্রতে এক রাতেই ভাগ্য বদলে গেছে ছয় প্রবাসীর। মূল পুরস্কারসহ মোট ১০২ কোটির বেশি টাকার পুরস্কার জিতেছেন ফিলিপাইন, ভারত ও বাংলাদেশের প্রবাসীরা।

শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত ড্রতে ৩০ মিলিয়ন ইউএই দিরহাম-বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬ কোটি টাকা জিতেছেন দুবাইয়ে বসবাসরত ফিলিপাইনের প্রবাসী আন্না লি গায়োঙ্গান। তার বিজয়ী টিকিট নম্বর ছিল ০৭৪০৯০। খবর খালিজ টাইমসের।

এছাড়া সান্ত্বনা পুরস্কার হিসেবে ৫০ হাজার দিরহাম (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা) করে জিতেছেন আরও পাঁচ প্রবাসী। তাদের মধ্যে চারজন ভারতীয় এবং একজন বাংলাদেশি। বাংলাদেশি বিজয়ী হলেন মোহাম্মদ আবদুল ফজল। তার টিকিট নম্বর ০৫৬৯৩০। ভারতীয় বিজয়ীরা হলেন-সনি থম্পসন, রেসা শাহ, রেক্সি আব্রাহাম চাকো এবং সাজু সুব্রামানিয়ান। তারা সবাই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী।

লাইভ ড্র অনুষ্ঠানে বিজয়ী টিকিট নির্বাচন করেন সৌদি আরবে বসবাসরত রাজন পিভি, যিনি এর আগের মাসে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছিলেন।

এই ড্র আবারও প্রমাণ করল, প্রবাস জীবনের কষ্ট আর সংগ্রামের মাঝেও এক মুহূর্তে বদলে যেতে পারে ভাগ্যের চাকা—একটি টিকিটই খুলে দিতে পারে কোটি টাকার দুয়ার।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading