চুয়াডাঙ্গায় গরুর জন্য ‘আবাসিক হোটেল’, আছে চেক ইন-চেক আউট!
Loading...

চুয়াডাঙ্গায় গরুর জন্য ‘আবাসিক হোটেল’, আছে চেক ইন-চেক আউট!
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো গরুর জন্য চালু হয়েছে ‘আবাসিক হোটেল’। ২৪ ঘণ্টার জন্য হোটেল সিট ভাড়া ৫০০ টাকা, সঙ্গে খাওয়া-দাওয়ার ব্যবস্থা একদম ফ্রি। হাটে গরু কেনার পর যারা অন্য হাটে যেতে চান বা কিছুক্ষণ বিশ্রাম চান, তারা নিশ্চিন্তে এই হোটেলে গরু রেখে নিজের কাজে যেতে পারেন। গরু হারিয়ে যাওয়ার ভয় নেই—কারণ প্রতিটি গরুর জন্য রয়েছে সুরক্ষিত স্থান, খাবার, গোসল এবং পরিচর্যার ব্যবস্থা।
এই হোটেলটি চালু করেছেন স্থানীয় গরু ব্যবসায়ী আরিফুল ইসলাম। জেলার অন্যতম বড় গরুর হাট ডুগডুগি হাট-এর পাশে একটি আমবাগানে তিনি হোটেলটি স্থাপন করেছেন। এখন পর্যন্ত এখানে ১৭টি গরু রাখার ব্যবস্থা আছে। চাইলে ছাগলও রাখা যাবে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
গরুর দেখভালের জন্য রয়েছেন প্রশিক্ষিত কর্মীরা, যারা দিনে তিন-চারবার গরুকে খাওয়ান, গোসল করান, এমনকি বাইরে হাঁটাতে নিয়ে যান। হোটেলটি শিগগিরই সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন আরিফুল।
হোটেল পরিচালনার নিয়মও মানুষের হোটেলের মতোই। গরু যে সময় হোটেলে প্রবেশ করবে, ঠিক পরবর্তী দিনে সেই সময়কে চেক আউট ধরা হবে। প্রতিটি গরুর জন্য রয়েছে বড় খাবারের পাত্র, যেখানে সারাদিন ঘাস-বিচালি দেওয়া থাকে—গরু ইচ্ছেমতো খেতে পারে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
হোটেলের পরিবেশ, নিরাপত্তা ও সেবার মান দেখে ব্যাপারীরা ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। অনেকেই হাট থেকে একাধিক গরু কিনে এখানে রেখে পরে একসঙ্গে ট্রাকে তুলছেন। যোগাযোগ ব্যবস্থাও ভালো—প্রধান সড়ক থেকে খুব কাছেই এই হোটেল।
চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. শামিমুজ্জামান বলেন, “এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে গরু ব্যবসায়ীরা অনেক উপকৃত হচ্ছেন। এক হাট থেকে গরু কিনে হোটেলে রেখে পরবর্তী হাটে গিয়ে বাকিগুলো কিনে একসাথে ট্রান্সপোর্ট করতে পারছেন। আশা করি, এই উদ্যোগ আরও প্রসার লাভ করবে।”
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
Loading...






