ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসের রাজধানী পোর্ট লুইসের কাছে পেইল এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী কর্মীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাসে করে কর্মস্থলে যাওয়ার সময় হাইওয়েতে এই দুর্ঘটনার শিকার হন তারা। এ দুর্ঘটনায় অন্তত আট জন আহত হয়েছেন।
জানা গেছে, প্রায় ৫০ জন বাংলাদেশী শ্রমিক নিয়ে একটি বাস কোম্পানি অফিসের দিকে যাচ্ছিল। তখন এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে তিন জন ঘটনাস্থলে মারা যান এবং আরেকজন মৃত্যু হয় হাসপাতালে। আট জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মরিশাসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীদের নিহতের ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের সবাই হাইবেক কনস্ট্রাকশন নামক একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মরিশাসস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এবং শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা দুর্ঘটনার সংবাদ শোনার পর থেকেই তাদের পাশে থেকে সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা করছেন।
আরও খবর
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com