এক যুগ পর দেশে ফিরে অসুস্থ কর্মীদের পাশে কাতার বিএনপি নেতা শরিফুল হক সাজু

Loading...

এক যুগ পর দেশে ফিরে অসুস্থ কর্মীদের পাশে কাতার বিএনপি নেতা শরিফুল হক সাজু

দীর্ঘ এক যুগ পর দেশে ফিরেছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজু। ১৮ সেপ্টেম্বর তিনি কাতারের দোহা থেকে ঢাকায় পৌঁছেছেন।

পরে শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে প্রবাসী বিএনপি নেতাদের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে আরব আমিরাতে আন্দোলনের অপরাধে আটক ও পরে ক্ষমাপ্রাপ্ত যে প্রবাসীরা দেশে ফেরত এসেছেন, তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ফরিদ আহমদ শাহীনকে দেখতে ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে যান কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে

আমিরাত ফেরত অসুস্থ প্রবাসী ফরিদ আহমদের পাশে শরিফুল হকসাজুসহ অন্য প্রবাসী নেতারা

তিনি শাহীনের চিকিৎসার খোঁজ নেন এবং তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তাঁর সাথে ছিলেন বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহমদ আলী মুকিব, সৌদি পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্না, সদস্যসচিব মনিরুজ্জামান তপন এবং দুবাই বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রাসেল।

Loading...

পরে এক প্রতিক্রিয়ায় শরিফুল হক সাজু গালফ বাংলাকে জানান, শুধু আমিরাত নয়, কাতার ও সৌদিআরব এবং ওমানসহ বিশ্বের যেসব দেশ থেকে প্রবাসীদেরকে এই আন্দোলনের কারণে ফেরত পাঠানো হয়েছে, আমরা সবার কর্মসংস্থানে সরকারের সহযোগিতা কামনা করছি।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর

অসুস্থ কর্মী মোহাম্মদ হুসাইনের পাশে শরিফুল হক সাজু

এর আগে ঢাকায় অসুস্থ বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ৯নং সুজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ হুসাইনকে দেখতে হাসপাতালে যান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

Loading...

শরিফুল হক সাজুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর বুধবার মৌলভীবাজার জেলার বড়লেখায় গণসমাবেশের আয়োজন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

ভবিষ্যতে মৌলভীবাজার-জুড়ী আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী এই তরুণ নেতার আগমন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

অন্যান্য খবর

Loading...

Loading