হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো ১৬ মার্চ পর্যন্ত

হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ১৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বাড়ানো হয়।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময় শেষবারের মতো আগামী ১৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগে সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৬০৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৮ লাখ ৮৬ হাজার ১৯০ পর্যন্ত এক লাখ ৮১ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

তবে কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলেও জানানো হয়।

সৌদি সরকার এ বছর হজে বায়োমেট্রিক ভিসা ব্যবস্থা চালু করেছে।

এই প্রক্রিয়ার অধীনে ভিসার আবেদন জমা দেওয়ার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নতুন এই ব্যবস্থায় ভিসার আবেদন করতে হলে পাসপোর্ট নিজের কাছেই রাখতে হবে।

তবে, যারা ইতিমধ্যেই সরকারের কাছে নিবন্ধন করে তাদের পাসপোর্ট আশকোনায় হজ অফিসে জমা দিয়েছেন, ভিসা প্রক্রিয়া শুরু হলে, তারা সেখানে গিয়ে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

অথবা অন্য যেকোনো কেন্দ্র থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেখান থেকে পাসপোর্ট।

ভিসা প্রক্রিয়া শুরু হলে সংশ্লিষ্ট সকলকে ভিসা জমা কেন্দ্র এবং পদ্ধতি সম্পর্কে অবহিত করা হবে।

এ বছর প্রায় ১২৭,০০০ বাংলাদেশি হজ করতে নিবন্ধন করতে পারবেন।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে একজন বাংলাদেশিকে কমপক্ষে ৬ লাখ ৮৩ হাজার টাকা খরচ করতে হবে। যা আগের বছরের তুলনায় প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা বেশি।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে এ বছর ন্যূনতম খরচ হয়েছে ৬.৭২ লাখ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় দেড় লাখ টাকা বেশি।

আরো পড়ুন

DhakaTribune

Loading...
,