পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
Loading...
পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
পোল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খোরশেদ আলম খাস্তগীরের নিয়োগ বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।
খোরশেদ বর্তমানে কুয়ালালামপুরের বাংলাদেশের উপহাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মালয়েশিয়ায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনে অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত এল।
কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
Loading...
তবে নিয়োগ বাতিলের সিদ্ধান্তের কোনো কারণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়নি। সম্প্রতি তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। তার এ নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আসছিল মালয়েশিয়া প্রবাসীরা।
বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ২০তম ব্যাচের এ কর্মকর্তা ২০০১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রথম সচিব এবং ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলরের দায়িত্বেও ছিলেন।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
Loading...
পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসাবে খোরশেদ আলম খাস্তগীরকে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স অনুবিভাগের সচিব খুরশীদ আলমও পদত্যাগ করেছেন। ২০০৯ সাল থেকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত এই রিয়ার অ্যাডমিরাল।
Loading...