প্রবাসী ভাইয়ের জন্য নাবালিকা পাত্রী অপহরণ করে আটক বোন

Loading...

আড়াইহাজারে প্রবাসী ছেলের জন্য নাবালিকা পাত্রী অপহরণ, আটক ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসে থাকা পাত্রর জন্য নাবালিকা পাত্রী অপহরণ করে অপহরণ মামলায় গ্রেফতার হয়েছেন পাত্রের বোন রুমা আক্তার (২২)।

এ ব্যাপারে পাত্রের বোনসহ বাবা ও মাকে আসামী করে মামলা হলে রোববার রাতে তাকে গ্রেফতার কার হয়। এর আগে অপহৃতার মা ডলি আক্তার বাদী হয়ে ৫ অক্টোবর থানায় মামলাটি দায়ের করেন।

কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে

Loading...

মামলার এজাহার থেকে জানা যায় যে, উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামের প্রবাসী আঃ বাতেন ও ডলি দম্পতির ১২ বছর বয়ষ্ক মাদরাসা ছাত্রী মেয়ে সাদিয়া কে একই গ্রামের সেন্টু মিয়ার সৌদী প্রবাসী ( কয়েক দিনের মধ্যে ছুটিতে দেশে আসবে) পুত্র রুবেল (২২) এর সাথে বিয়ে দেয়ার জন্য প্রস্তাব করে সেন্টু মিয়ার পরিবারের পক্ষ থেকে।

সাদিয়ার পরিবার সাদিয়া নাবালিকা বলে মেয়ে বিয়ে দিবেনা বলে জানালে সেন্টু মিয়া ও তার পরিবারের সদস্যরা সাদিয়াকে তুলে নিয়ে যাবে বলে হুমকী প্রদান করে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর

Loading...

কিন্তু তাতেও সাদিয়ার পরিবার রাজী না হলে গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১.০০ ঠায় সাদিয়া তার জন্য পায়ের জুতা কেনার জন্য রাধানাগর বাজারে গেলে সেখান থেকে সেন্টু মিয়া, তার মেয়ে রুমা এবং স্ত্রী মরিয়ম বেগম সাদিয়াকে বলপূর্বক স্পীডবোটে তুলে অপহরণ করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, মামলা গ্রহণের পর ভিকটিমকে উদ্ধার ও প্রাসী পাত্র রুবেলের বোন রুমাকে গ্রেফতার করে জেল হাজতে পাটানো হয়েছে।

যায়যায়দিন

Loading...

Loading