প্রবল বৃষ্টি-বজ্রপাতের কবলে সৌদি, শিলাতে ঢেকে গেছে মরুভূমি

Loading...

প্রবল বৃষ্টি-বজ্রপাতের কবলে সৌদি, শিলাতে ঢেকে গেছে মরুভূমি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলে শনিবার প্রবল বৃষ্টিপাত এবং বজ্রঝড় হয়েছে। এছাড়া আরও বৃষ্টি ও বজ্রপাতের সতর্ক করেছেন দেশটির সিভিল ডিফেন্সের প্রধান পরিচালক।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

বাসিন্দাদের সতর্ক করে তিনি জানিয়েছেন, সোমবার (৪ নভেম্বর) পর্যন্ত ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। খবর গালফ নিউজ।

Loading...

প্রতিবেদিনে বলা হয়, দেশটির উত্তর সীমান্তে শনিবার ব্যাপক বৃষ্টি এবং বজ্রপাত হয়েছে। এছাড়া রাফাহ অঞ্চলেও এর প্রভাব পড়েছে।

জাতীয় আবহাওয়া দপ্তর অন্যান্য এলাকা- জাহান, আসির, আল বাহা, মক্কা, মদিনা সহ উত্তর সীমান্তে আকস্মিক বন্যা এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে।

এছাড়া রিয়াদ, কাশেম, পূর্ব প্রদেশ, তাবুক এবং আল জাফে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ কুয়াশার পূর্বাভাস জারি করা হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

এদিকে সৌদি আরবের উত্তরাঞ্চলীয় এলাকায় আল জউফে অতিরিক্ত শীলা বৃষ্টির কারণে মরু এলাকা ঢাকা পড়েছে। শুক্রবার থেকে ওই অঞ্চলে শিলাবৃষ্টি শুরু হলে পুরো এলাকা শিলাবৃষ্টিতে ছেয়ে গেছে।

Loading...

গত বুধবার থেকে আল জউফে ভারী বৃষ্টির কারণে অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং সাকাকা শহর এবং দুমাত আল জানদালেও ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে।

আল জউফে খারাপ আবহাওয়ার কারণে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বাড়িয়েছে।

Deshrupantor

Loading...

Loading