চোখের পলকে উধাও মেসি, তাণ্ডবে রূপ নিল কলকাতা স্টেডিয়াম
Loading...

চোখের পলকে উধাও মেসি, তাণ্ডবে রূপ নিল কলকাতা স্টেডিয়াম
কলকাতার সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসিকে দেখা নিয়ে চরম বিশৃঙ্খলা ও তাণ্ডবের ঘটনা ঘটেছে। মেসিকে মাঠে প্রত্যাশিতভাবে দেখতে না পেয়ে উত্তেজিত দর্শকরা গ্যালারিতে ভাঙচুর চালান।
গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়ে মারা হয়, ফেন্সিং টপকে হাজার হাজার দর্শক মাঠে ঢুকে পড়ে। সাজসজ্জা, ব্যানার ও ফেস্টুন পদদলিত করা হয়, কার্পেট খুলে নেওয়া হয়, সোফায় আগুন লাগানো হয় এবং গোলপোস্টের জাল ছিঁড়ে ফেলা হয়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
আর্জেন্টিনার জার্সি পরা তরুণ ভক্তরা সাউন্ড সিস্টেমও ভেঙে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলেও তা কার্যকর হয়নি।
ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিওনেল মেসি ও দেশের আপামর ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চান। একই সঙ্গে আয়োজকদের অব্যবস্থাপনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।
Loading...
কলকাতার গণমাধ্যম জানায়, মেসি ব্যক্তিগত বিমানে কলকাতা ত্যাগ করার পর বিমানবন্দর থেকে আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়। কলকাতার ঘটনার প্রভাব পড়েছে অন্যান্য শহরেও; সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হায়দরাবাদে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মেসির আগমন ঘিরে এর আগে কলকাতা ফুটবল উৎসবে মেতে উঠেছিল। পরশু রাত আড়াইটার দিকে লিওনেল মেসি কলকাতায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ।
নিজস্ব নিরাপত্তা বেষ্টনী নিয়ে তারা যুব ভারতীর কাছাকাছি একটি হোটেলে অবস্থান করেন। রাতভর ‘মেসি মেসি’ স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
গতকাল দিনের প্রথম ভাগে সল্ট লেকে যাওয়ার আগে লেক টাউনে স্থাপিত নিজের ৭০ ফুট উঁচু ভাস্কর্য সুইচ টিপে উন্মোচন করেন মেসি। সেখানে আর্জেন্টিনার ভাষায় সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
ঘোষণা ছিল, মেসি প্রায় ৩৫ মিনিট মাঠে থাকবেন, খুদে ফুটবলারদের সঙ্গে খেলবেন এবং পেনাল্টি শুটআউটে অংশ নেবেন। কাক-ডাকা ভোর থেকেই কানায় কানায় পূর্ণ ছিল যুব ভারতী স্টেডিয়াম। তবে মাঠে মেসিকে ঘিরে মন্ত্রী, সংসদ সদস্য ও অতিথিদের অতিরিক্ত ভিড়ে সাধারণ দর্শকরা ৫ হাজার টাকা পর্যন্ত টিকিট কেটেও তাকে ঠিকমতো দেখতে পাননি। আয়োজক শতদ্রু দত্ত বারবার সবাইকে সরে যাওয়ার অনুরোধ করলেও কেউ তা মানেননি।
Loading...
এই বিশৃঙ্খল পরিবেশে বিরক্ত হয়ে অনুষ্ঠান শুরুর আগেই মাত্র ১০ মিনিটের মধ্যে মাঠ ছাড়েন মেসি। এরপরই দর্শকদের ক্ষোভ তাণ্ডবে রূপ নেয়। হাজার হাজার মানুষ মাঠে নেমে ভাঙচুর চালায় এবং লুটপাটের ঘটনাও ঘটে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
পরে যুব ভারতীর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মমতা ব্যানার্জি এক্সে লেখেন, “সল্ট লেক স্টেডিয়াম আজ যে অব্যবস্থার সাক্ষী রইল, তার জন্য আমি অত্যন্ত বিরক্ত ও মর্মাহত।
Loading...
এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য লিওনেল মেসি ও তার ভক্তদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।” তিনি জানান, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেখানে মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






